FB IMG 1734657468254

ফেসবুক ভয়েস : “বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, রাজাকার, আলবদর, আলসামসসহ দেশের শক্র এবং দালালচক্রের লোকজন ছাড়া দলমত নির্বিশেষে প্রতিটি বাঙালীর প্রেম”,
-এই কথাটি পিনাকী-ইলিয়াসরাও খুব ভালো করেই জানেন কিন্তু ওদের সমস্যা হচ্ছে, পুর্ব পুরুষের আমল থেকেই ওরা হাড্ডি খেয়ে আসছে তাই বাধ্য হয়েই দলীয় ঢেকুর তুলতে হয়, নয়তো যাদের দালালি করে তারাই তো পশ্চাৎদেশে লাথি মারবে, তাই না!? সবকথা মুখে বলা যায় না, ওরাও পারে না, বাজারে নাম লিখিয়েছে ওদের বাপদাদারাই ওরা এখন কি করবে? “আগের হাল যেদিকে যায় পাছের হাল‌ও সেদিকে যায়”, -এটাই তো স্বাভাবিক, তাই না?

তবে এনিয়ে এতো বিদিক হবার কিছু নাই, পাপে তার বাপেরেই ছাড়ে নাই, আর ওরা কোথাকার কোন দেড় পয়সার পিনাকী ফিনাকী ইলিয়াস ফিলিয়াস! নাম্বার ছাড়া ছাগলছানা! ভাড়ার টাট্টুর যেমন মালিক থাকলেও কখন কে পিঠে চড়ে পেটে লাথি মারে তা বেচারা টাট্টু জানে না, ওদের‌ও ঠিক ওই দশা!

আর এমনিতেও, ওদের ছাড়া জাতির সাথে ডাইরেক্ট প্রতারণা করার মতো লোক আসিফ নজরুল আর কোথায় পাবে? ওরা বাঙালী জাতির মানিজ্জাত শেষ করার কন্টাক্টার, ওরা মাতৃভূমির অধিকারের ধর্ষক, এদেশে পাকিস্তানীরা আবার শোষণ প্রকৃয়া চালু করার যে ষড়যন্ত্র করে ওরা সেই কুমন্ত্রনার মিডিয়া পার্টনার! জানেনা কেউ!!? আপনি যদি একটি কুকুর পালেন সেটা তো আপনার জন্য ঘেউ ঘেউ করবেই! আপনি মানুষ হিসেবে চিজটা কি, তাতে কি ওর কিছু যায়‌আসে!?

চলমান পরিস্থিতিতে মনে রাখতে হবে, সৃষ্টিকর্তাই ক্ষতিকারক বিভিন্ন জীবাণু যুগে যুগে মানুষের মধ্যে দিয়েছেন তাঁর নিজ‌-ইচ্ছায় যার কারণ একমাত্র তিনিই জানেন। এবিষয়ে জ্ঞানীগুণীরা মনে করেন, মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই মহান সৃষ্টিকর্তার ওই পদক্ষেপ, তাই সবাইকে বুঝেশুনে পথ চলতে হবে, যার-তার কথায় সিদ্ধান্ত নেয়া যাবে না এবং নিশ্চয়ই সৃষ্টিকর্তার কাছে বেয়াদব ও গিবৎগার ঘৃণ্যতম….

সোনার বাংলা🇧🇩
#সাফকথা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *