received 1261741154968634

নিজস্ব প্রতিবেদক : নাটোর-বগুড়া মহাসড়কে নিংগইন বালুভরা এলাকায় বাস চাপায় ভ্যান চালকের মৃত্যু হয় ও আরও ৩জন আহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ (৬ ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকার সময় সিংড়া থানাধীন সিংড়া পৌর এলাকায় রোদেনা বাস নাটোর হতে সিংড়া বিএনপির সমাবেশ ঘিরে যাত্রি নিয়ে আসার সময় সামনে যাত্রীসহ একটি অটোরিকশাকে পিছন থেকে চাপা দেয়। উক্ত ঘটনায় অটোরিকশা চালক ছিটকে পরছ গিয়ে ঘটনাস্থলেই মারা যায় ও মহিলাসহ আরও ৩জন আহত হয়।
নিহত অটোরিকশা চালক মোঃ রাশেদ (৬৫)পিতা মৃত আব্বাস, সাং নিংগুইন, থানা সিংড়া জেলা নাটোর। ঘাতক রোদেনা বাস গাড়ির ড্রাইভার বিপ্লব, পৌর সভা, ৬ নং ওয়ার্ড।

এ ঘটনার বিষয়ে কথা বলতে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)র সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে কোন সাড়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *