নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় আবারও পিছিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিজেদের দলীয় কোন্দলে বিএনপির দলীয় নেতাকর্মীরা নিজেরা নিজেরা মারামারি করে হত্যার একটা হিড়িক লাগিয়ে দিয়েছেন, এমনটাই লোকজনের অভিযোগ।
ছবির এই রক্তাক্ত লোকটির নাম রাশেদ, বগুড়া জেলা জিয়া সাইবার ফোর্স এর সহ-সভাপতি ও সোনাতলা উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সভাপতি রাশেদ গত ৭ ফেব্রুয়ারী একটি দলীয় কোন্দলের জের ধরে সৃষ্ট মারামারিতে গুরুতরভাবে আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য গত ৭ ফেব্রুয়ারী বগুড়ার সোনাতলা উপজেলা বিএনপি সভাপতি এম এ হান্নান বাটালুসহ তার অনুসারিরা রাশেদকে হত্যা করার উদ্দেশ্যে হামলা চালিয়েছিল বলে জানা গেছে।
মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করেন রাশেদ। তথ্য মতে, গত ৫ আগস্টের বিপ্লবের পর থেকে এই পর্যন্ত মোট ৩২ জন বিএনপি নেতা-কর্মী হত্যা হয়েছেন বিএনপির নেতাকর্মীদের হাতেই!