FB IMG 1738760637687

নিজস্ব প্রতিবেদক : ঢাকার উত্তরায় তিন ছাত্র আটকের ঘটনায় উত্তরা পূর্ব থানা ঘেরাওয়ের পর উত্তরা পশ্চিম থানায় হামলা করা হয়। ওদিকে পুলিশ জানায় আটককৃত আকাশ, রবিন ও বাপ্পিরা তিনজনই চিহ্নিত চাঁদাবাজ, তাদের বিরুদ্ধে অভিযোগের শেষ নাই!

গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় এ হামলা চালান বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এ সময় উত্তরা পশ্চিম থানায় কর্তব্যরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহাদেব আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউ সড়কে উত্তরা পশ্চিম থানা কমিটি গঠনের লক্ষে বৈঠক করেন বৈষম্যবিরোধী ছাত্ররা। সেখান থেকে ওই তিন ছাত্রকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, আমাদের তিন সহপাঠী আকাশ, রবিন ও বাপ্পিকে আটক করে উত্তরা পূর্ব থানায় নিয়ে যায় পুলিশ। পূর্ব থানায় আমরা গিয়ে জানতে পারি, তিন ছাত্রকে উত্তরা পশ্চিম থানা পুলিশ আটক করে উত্তরা পূর্ব থানা-পুলিশের হেফাজতে রেখেছে। এতে উত্তেজিত ছাত্ররা উত্তরা পশ্চিম থানায় ইটপাটকেল নিক্ষেপ করেছে। সেই সঙ্গে থানার গেটে হামলা চালিয়েছে।

সমন্বয়কদের হামলার মুখে নিজেদের জীবন বাঁচাতে চাঁদাবাজির অভিযোগে আটক করা ওই তিন ছাত্রকে পুলিশ ছেড়ে দেয়। এদিকে সন্ধ্যার পর থেকেই পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ছাত্রদের দফায় দফায় বৈঠক চলে।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান সাংবাদিকদের বলেন, “উত্তরা পূর্ব থানার কম্পিউটার ল্যাব রুমে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে পুলিশ। পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা শান্ত হয়েছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *