ফেসবুক ভয়েস : আলমডাঙ্গা থানার কুমারী ইউনিয়নের মহিলা মেম্বার রুখসানার স্বামী রাশিদুল। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি রাশিদুল এখন নিয়মিত গরুর দুধ, রান্না করা গরু বা হাঁসের মাংস নিয়ে থানায় সন্ধ্যার পর হাজিরা দিচ্ছেন ওসি সাহেবের রুমে। কখনো কখনো রাশিদুলের হয়ে হাজিরা দেবার সরঞ্জাম নিতে রাশিদুলের বাসায় থানার এস আই বা এ এস আই’রা হাজির হচ্ছেন। আওয়ামী সরকারের আমলে রাশিদুলের নামে আলমডাঙ্গা থানায় গনপিটিশন দিয়েছিল গ্রামের সাধারণ মানুষ। এই রাশিদুল এর কারণে আলমডাঙ্গা থানার সাবেক দুই ওসি বদলিও হয়েছিল। কারণ ছিল দেশী মুরগি, দেশী গরুর দুধ, হাসের মাংস। ইদানীং সন্ধ্যায় রাশিদুলের বাড়িতে দারোগা বাবুদের জন্য খেজুরের রসের মেলাও বসে তারপর শুরু হয় ভুড়ি ভোজের অনুষ্ঠান। তবে রাশিদুলও বসে নেই, তিনিও বিভিন্ন ব্যাক্তিকে ভুয়া মামলা দিয়ে বা মামলার ভয় দেখিয়ে পয়সা উসুল করছেন।