FB IMG 1736849761226

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে দুই দফায় আতপ চাল আমদানির পর আরো ১০৫ মেট্রিক টন আতপ চাল আমদানি করা হয়েছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে।
রোববার (১২ জানুয়ারি) রাতে চাল আমদানির বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ। এর আগে একই দিন দুপুরে চালগুলো আমদানি করা হয়।

সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স নিরোগ ট্রেডার্সের (সাঈদুর রহমান বাবলু) মাধ্যমে চট্টগ্রামের প্রতিষ্ঠান সালমা ট্রেডিংয়ের আমদানিকারক ও মালিক সামসুল আলম চালগুলো আমদানি করেছেন।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ সময় সংবাদকে বলেন, দুপুরে বন্দরটি দিয়ে ভারত থেকে চারটি ট্রাকে আতপ চালগুলো দেশে আসে। চালগুলো আমদানি করেছেন চট্টগ্রামের প্রতিষ্ঠান সালমা ট্রেডিংয়ের আমদানিকারক ও মালিক সামসুল আলম।

পঞ্চগড়ের পরিবহণ সংশ্লিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান ও রেজাউল করিম রেজা সময় সংবাদকে বলেন, চালের গাড়ি বন্দরে প্রবেশের পর গাড়ি স্বল্পতা দেখা দেয়। এর কারণে আমদানি করা ১০৫ মেট্রিক টন আতপ চালের মধ্যে প্রথম দিন ৬০ মেট্রিক টন চাল বন্দর এলাকা থেকে আমদানিকারকের প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বাকি ৪৫ মেট্রিক টন চাল আমদানিকারকের প্রতিষ্ঠানে পাঠানো হবে।
জানা গেছে, গত ২৬ নভেম্বর স্থলবন্দরটি দিয়ে প্রথম দফায় ভারত থেকে চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন আতপ চাল সিঅ্যান্ডএফ এজেন্ট প্রহর ইন্টারন্যাশনালের (জাহাঙ্গীর আলম) মাধ্যমে আমদানি করে আল আমিন এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। এরপর দ্বিতীয় দফায় একই বছরের ৮ ডিসেম্বর বাংলাবান্ধা দিয়ে ভারত থেকে ৪টি ট্রাকে ১০০ মেট্রিক টন আতপ চাল সিঅ্যান্ডএফ এজেন্ট প্রহর ইন্টারন্যাশনালের (জাহাঙ্গীর আলম) মাধ্যমে আমদানি করে চট্টগ্রামের প্রতিষ্ঠান সালমা ট্রেডিংয়ের আমদানিকারক ও মালিক সামসুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *