FB IMG 1735619803869

নিজস্ব প্রতিবেদক : গতকাল ৩০ ডিসেম্বর (সোমবার) দুপুরে রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে সুসংগঠিত করা এবং নির্বাচনের প্রস্তুতির নেওয়ার বার্তা দিয়েছেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন এসেছে। নানা হিসাবনিকাশ কষতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। নতুন এ পরিস্থিতিতে দীর্ঘ ১৭ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতাকর্মীরা এখন অনেক উজ্জীবিত। জাতীয় নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “২০২৫ সালের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়া সম্ভব। দ্রুত নির্বাচন হলে যে সংকটগুলো তৈরি হচ্ছে, তা অনেকাংশে কমে আসবে। দেশের জন্য মঙ্গলজনক হবে। ভোটের অধিকার যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে রাস্তায় নামতেই হবে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’-এর খসড়া প্রস্তাবে বাহাত্তরের সংবিধান বাতিলের যে দাবি এসেছে, সে প্রসঙ্গে তিনি বলেন, “এ দাবি এই মুহূর্তে বাস্তবায়ন করা সম্ভব না। ভবিষ্যতে যদি কখনো সুযোগ ও সময় আসে, তখন জাতির চিন্তা করে দেখা উচিত বলে তিনি মনে করেন।”

আওয়ামী লীগের রাজনীতি ও ভোটে অংশ নেওয়া প্রসঙ্গে বলেন, “এ সিদ্ধান্ত আসবে জনগণের কাছ থেকে। এছাড়া দেশের চলমান পরিস্থিতি, জাতীয় নির্বাচন, রাষ্ট্র সংস্কার, যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে সম্পর্ক, নতুন দল গঠন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রসঙ্গ, জামায়াতের সঙ্গে সম্পর্ক, মাইনাস টু ফর্মুলা, চিকিৎসার জন্য চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে যাওয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাসহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেন বিএনপি মহাসচিব।

এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মতে, ২০২৫ সালের মধ্যেই নির্বাচন সম্ভব; * দল গঠনের অধিকার সংবিধানে আছে, দেখার বিষয় জনগণ কীভাবে গ্রহণ করবে; * বিএনপিকে মাইনাস করার ক্ষমতা কারও নেই; * আওয়ামী লীগ ছাড়া জামায়াত ও সব রাজনৈতিক দল এবং ছাত্রনেতাদের সঙ্গে ভালো সম্পর্ক আছে বিএনপির; * শুধু আওয়ামী লীগের সঙ্গে ভারতের বন্ধুত্ব করা কোনোমতেই সমীচীন হতে পারে না; * দলকে সুসংগঠিত করা ও নির্বাচনের প্রস্তুতির বার্তা তারেক রহমানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *