IMG 20241218 WA0000

মেহেদী হাসান তুষার : এবার নতুন ভোটার হতে কি কি কাগজপত্র লাগবে সে বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন (ই সি)। গতকাল মঙ্গলবার ইসি’র জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

মোট ৫ ধরনের তথ্যাদিতে ভোটার হতে যে সমস্ত কাগজ লাগবেঃ

১/ ১৭ ডিজিটের অনলাইন জন্ম সনদের কপি;
২/ জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি;
৩/ নিকট আত্মীয়ের ( মা, বাবা, ভাই, বোন প্রভৃতি) এনআইডি’ র ফটোকপি;
৪/ এস এস সি/দাখিল/সমমান অথবা অষ্টম শ্রেনী পাশের সনদের কপি (প্রজোয্য ক্ষেত্রে);
৫/ ইউটিলিটি বিলের কপি ( বিদ্যুৎ/গ্যাস/পানি/চৌকিদারি ট্যাক্স রশিদের ফটোকপি।

ইসি জানায়, সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। যাদের জন্ম ১লা জানুয়ারি ২০০৭ বা তার পূর্বে এবং বিগত হালনাগাদে যারা বাদ পরেছেন অথবা অন্য যে কোন কারনে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করাতে পারেননি তারা আগামী ৩১শে ডিসেম্বর ২০২৪ ইং তারিখে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন।

এছাড়াও ইসি আরও জানায়, একাধিকবার ভেটার হওয়া আইনত দন্ডনীয় অপরাধ। আর কেউ যদি একাধিকবার ভোটার হয় তবে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা খুব সহজেই সনাক্ত করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *