FB IMG 1733126765896

ফেসবুক ভয়েস : অনেক ত্যাগ-তিতিক্ষা আর রক্তের বিনিময়ে এদেশের শিক্ষার্থীরা আওয়ামী শাসনামলের অবসান ঘটিয়ে আস্থা ও শ্রদ্ধা রেখে দেশ গঠনের দায়িত্ব তাদের শিক্ষাগুরু একমাত্র সেই ডঃ আসিফ নজরুলের হাতেই অর্পণ করেছিল ৫ আগষ্টের পর…

তারপর সেই থেকে ডঃ আসিফ নজরুল যা যা ঘটালেন, দেশের মানুষের মনের মধ্যে যে রোষানল পয়দা করলেন তার বিশ্বস্ত ও পালিত তথাকথিত প্রবাসে বসবাসকারী সাংবাদিক ইলিয়াস হোসেনদের মতো’ দেশের শক্রদের মাধ্যমে তার ফলাফল, আজ আমাদের দেশের পতাকা টয়লেটে লাগিয়ে ছবি তুলে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়!’

⛔ কেনো ডঃ আসিফ নজরুল এই নোংরা দৃশ্যের অবতারণা করলেন?

⛔ এই দেশের সাথে ডঃ আসিফ নজরুলের কিসের শক্রতা!?

⛔ বুয়েট, কুয়েটসহ এমনকি বিভিন্ন শিশু শিক্ষাপ্রতিষ্ঠানের ঘটকেও ভারত-ইসরাইলের পতাকা পদদলিত করার ব্যবস্থা কারা করলো?

⛔ ডঃ আসিফ নজরুল ও ডঃ ইউনুস করেন নি তো কারা করেছে?

⛔ তারা কেনো তার তদন্ত করে সঠিক ব্যবস্থা গ্ৰহন করেন নি?

⬛ আর ওই মূর্খতার ফলে আজ আমার দেশের পতাকা টয়লেটে!

জবাব চাই, নিশ্চয়ই এর জবাব দিতে হবে ডঃ আসিফ নজরুল ও ডঃ ইউনুসকে। আজ নয়তো কাল, নয়তো শতবছর পরে হোলেও জবাব দিতেই হবে।

⛔ আর তথাকথিত সাংবাদিক ইলিয়াস হোসেন!?

ইলিয়াস হোসেনরা আজীবন দেশের শক্ত, বিদেশের এজেন্ট আর তারা শয়তানী শক্তিতে চলে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাদের বুদ্ধি বিবেক সিলগালা করে দিয়েছেন। ওরা তাই জানলেও মানে না, ইতিহাস নিজেই রচিত হয়, কারো পক্ষে ইতিহাস রচনা করা সম্ভব নয়,
#সাফকথা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *