ফেসবুক ভয়েস : “বাবায় দিলো ইসকুলেতে ছেলে হবে খাঁটি, এইবার থ্রি ফোর পাশ করিয়া লেখে প্রেমের চিঠি,
আমি একদিন ঘটনাক্রমে গেলাম একটা কোর্টে আরে চাইয়া দেহি কথা কয় সব ছোট বড়ো নোটে,
বড়ো নোটে বড়ো কথা, ছোট নোটে কম, এইবার মক্কেল বানাইয়া শেষে ছাড়তে দেয়না দম।
ন্যায়নীতি আচারবিচার আবুলে কয় সব উঠেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে…”
(গাতক আবুল সরকারের গানের অংশবিশেষ)
বাংলাদেশের পরিস্থিতি ও এদেশের শাসকদের চরিত্রের কু’শ্রীর উদাহরণ আবুল সরকারের এই গানের লাইনে লাইনে বিদ্যমান রয়েছে, আশা করি এরসাথে কারো কোন দ্বিমত নাই কিন্তু আমাদের পুর্ব পুরুষরা তো এমন একটা দেশ চান নাই! এমন একটা দেশের জন্য প্রাণ দিয়ে দেশ স্বাধীন করেন নি যে ৫৪ বছর পরেও কেউ বলবে আর আমাদের শুনতে হবে যে ৭১-এর যুদ্ধ একটা ভুলবোঝাবুঝির ফসল!
একথা শুনলে আমাদের মনে প্রশ্ন জাগে, “বেজম্মাদের পুনর্বাসন যারা করে তাদের মায়েরা আসলে কি ছিলো!? বেশ্যা ছিল!? না, একথা বললে তো বেশ্যাকেও অপমান করা হবে! ওরা পিচাশীর পেটে জন্ম নিয়েছে, ওরা মানুষের বাচ্চা হোতেই পারে না….
আমরা এমন বেয়াদব, অসভ্য আর স্বার্থপর হবো এটা যদি তাঁরা আগে থেকে বুঝতেন তাহলে আমাদের মতো ফালতু জেনারেশনকে নিজেরা না খেয়ে খাওয়াতেন না, আমাদের জন্ম দেয়াটাই সবচেয়ে বড়ো ভুল ছিলো আমাদের পুর্ব পুরুষদের।
বাংলাদেশের দাপুটে হারামখোর মোড়লদের অবস্থা এককথায় বিবেকবুদ্ধিহীন জানোয়ারের দশা! এমন একটা দেশ যেমন আমাদের পুর্ব পুরুষদের চাওয়া ছিল না, তেমনি আমাদেরও নয়।
আমরা আমাদের ইতিহাস খুব ভালো করেই জানি, কোন যুদ্ধশিশু বা সুদখোরের ছেলে সুদখোর অথবা বিহারীপুত্র অমানুষের বাচ্চা আমাদের কিছুতেই টলাতে পারবে না। আমরা আমাদের ৫৪ বছরের ইতিহাসে লজ্জিত, গত ৫৪ বছর ধরেই এদেশের শাসন ব্যবস্থা নিয়ে ছিনিমিনি খেলা চলছে, হারামখোরদের হাত থেকে সাধারণ মানুষ নিস্তার পায় নাই।
আমরা দেখলাম ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের পুর্ব পুরুষরা এদেশ পাকিস্তানি মোনাফেকদের কাছ থেকে স্বাধীন করেছেন বটে কিন্তু জাতির সাধারণ মানুষের মুক্তির বন্দোবস্ত করতে পারেন নাই তাঁরা, তাই বঙ্গবন্ধুর সেই আহ্বানকে আমরা স্বরণ করি…
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম’,
অবশ্যই আমাদের আবার এবং বারবার যুদ্ধ করতে হবে, আমরা যে যেখানে আছি সেখানে থেকেই, যার যা কিছু আছে তাই নিয়ে শক্রদের মোকাবেলা করতে হবে। আমাদের এই মুক্তির যুদ্ধ ততোদিন অব্যাহত থাকবে যতোদিন না এদেশের মানুষের মুক্তি মেলে। দেশের মোড়লদের বেহায়াপনা আর নষ্টামি, দেশের শক্রদের সুযোগ বৃদ্ধি, -এটা আমাদের কাম্য নয়। আমরা আওয়ামী লীগ, বিএনপির সব চান্দুদের দেখেছি, ওসব কোন মানুষই না, নেতা হবে কোন কারণে…
আমরা মুক্তি চাই, বাঁচার মতো বাঁচতে চাই। আমরা মানেই বাঙালী, দলমত নির্বিশেষে, টেকনাফ থেকে তেঁতুলিয়া যে যেখানেই বাস করে। দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু পর্যন্ত কিম্বা বিষুবরেখা বরাবর যেকোনো স্থানে যে যেখানেই বাস করি, আমরা যারা বাংলায় কথা বলি, আমরা যারা বঙ্গদেশের সন্তান বাঙালী, আমরা সবাই মিলে ভালো থাকতে চাই। আমরা চাই, জয়বাংলা আর জিন্দাবাদের অবসান হোক, আমরা চাই বাঙালী জাতির একটাই শ্লোগান সোনার বাংলা…
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি,
#সাফকথা