ফেসবুক ভয়েজ : পুলিশের কি দোষ? তারা তো হুকুমের গোলাম মাত্র! আসিফ নজরুল সাহেব, আপনি কি জানেন না!?
যে পুলিশ রাস্তায় ডিউটি করে, যে পুলিশ সদস্যরা গুলি চালায় তাদের পদবী সর্বোচ্চ এসআই হবে, নাকি?
একজন অশিক্ষিত রিক্সাওয়ালাও বোঝেন তারা হুকুমের গোলাম। আমরা বলি গোলাম কি? পোশাক পরিয়ে, হাতে বন্দুক দিয়ে যাদেরকে মাঠে ছেড়ে দেয়া হয় তাদেরকে তো পালিত কুকুর বলা যায়।
একটা ট্রেইন্ড পালিত কুকুরকে যেমন “ছুউ” বললেই খাবলে ধরে, ওইসব পুলিশের দশাও ঠিক সেইমতো! তারা হুকুম করার সাথে সাথে তা তামিল করতে বাধিত, কেননা তারা কমিটেড। জাতির সাথে এই কমিটমেন্ট করেই তারা চাকরিতে যোগ দিয়েছেন!
তারপরও পালা কুকুরকে যেমন “ছুউ” বললেই বিবেক বুদ্ধিহীন কুকুর ছুটে যায়, পুলিশও তেমনি যেনো বলার সাথে সাথেই হুকুম তামিল করতে দেরি না করে তাই তাদের শারীরিক ও মানসিক ট্রেনিং দিয়ে সেমি-মেশিন বানিয়ে ডিউটিতে ছাড়া হয়, তাহলে তাদের কি দোষ!?
এই কথাগুলো যাদের মগজে নাই তাদের মগজের উপর নির্ভর করে একটা জাতি কি করে রাতে বৌ পোলাপান নিয়ে ঘরে ঘুমায়? রাস্তায় বের হয়?
চলমান ঘটনায় পুলিশের নিম্নস্তরের ওইসব সদস্যদের কি দোষ? জানতে চাই, আসিফ নজরুল সাহেব, এই প্রশ্নের উত্তর আপনাকেই দিতে হবে। শিক্ষার্থী প্রফেশনাল না কিন্তু আপনি ১০০% প্রফেশনাল। শিক্ষার্থীরা আইন বিশেষজ্ঞ নয় কিন্তু আপনি একজন অভিজ্ঞ আইন বিশেষজ্ঞ। তাছাড়া ওরা আপনাকে মানে, আপনি কি ওদেরকে এসব বিষয় পরিষ্কার করেছেন?
আমরা কোনো দলীয় নই, আমরা জাতীয়। টেকনাফ থেকে তেঁতুলিয়া, -এই দেশের সাধারণ মানুষ আমরা, আমরা সবাই মিলে ভালো থাকতে চাই।
বিএনপি বা আওয়ামী লীগ কে কোন দল করেন তা যার যার বিষয়, আমাদের নয়, আমরা সাধারণ মানুষ। আজ আমরা ও আমাদের সন্তানরা নিরাপত্তাহীন, লেখাপড়া করতে গিয়ে হয় সন্ত্রাসী! কেনো? আপনার মতো শিক্ষাগুরুর মগজের উপর বিশ্বাস করেই কিন্তু তাদেরকে তাদের মায়ের আঁচলের নিচ থেকে বের করে লেখাপড়া করতে পাঠানো হয়।
আজ আমরা সবাই অত্যন্ত ভয়ের মধ্যে অহর্নিশি কাটাই! এই বুঝি অযথাই আমার ও আমার সন্তানের জীবন যায়, ভয়! ভয় ছাড়া আমরা আর কোন কিছুতেই আক্রান্ত নই, আগে বিপদে আপদে যে পুলিশকে ডাকতাম, আজ তারাও নেই, আমাদের কিছু হয়ে গেলে কে আসবে? কাকে ডাকবো!? আপনাকে?
এইভাবে আর কতোকাল? ৫৪টা বছর ধরে একই যন্ত্রণা বুকের মধ্যে নিয়ে বেঁচে আছি, আর কতোদিন!?