ফেসবুক ভয়েজ : বিতর্কিত রূচির সিনেমা মেকার মোস্তফা সরোয়ার ফারুকীকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সারিতে দেখে এমনিতেই জনমনে বিভ্রান্তি ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাকে যারা চেনেন তারা প্রায় সবাই দেশের সভ্যতা ও সংস্কৃতি নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
এদিকে নিন্দুকেরা বলেন, “জামায়াতের আমীরের ইসলামটা যে তার ব্যক্তিগত স্বার্থে চলে, তার শেষ প্রমাণ কি ফারুকীর উপদেষ্টা পদ প্রাপ্তি, নাকি আরোও বাকি আছে!?
সমালোচনা করে কেউ কেউ বলেন, “সমন্বয়করা কি দেশে নতুন এসেছেন, নাকি তাদের চরিত্রটাই অমন যে ফারুকী টারুকী সব চলে, আপনা পাতে শিয়ানা?”
এমন অনেক প্রশ্নের পাশাপাশি আরোও প্রশ্ন এসেছে সাধারণ মানুষের কাছ থেকে, “রূপপুরের বালিশ কমান্ডের দুর্নীতিবাজ সেই শাহাদাৎ লিভটুগেদার ও সমকামী মানসিকতার প্রমোটার, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন, তারপর!?”
সাফকথা