FB IMG 1727634576445

আজকের ফেইসবুক ভয়েজে ঢাকা মিরপুর কেন্দ্রিক একটি ফেসবুক স্টাটাস প্রদর্শিত হোলো। উল্লেখ্য যে মিরপুরের সন্ত্রাস ও চাঁদাবাজি ভিত্তিক রাজনীতি দেখে অনেকেই বলেন, “ওয়েষ্টার্ন গল্পের আউট’ল এরিয়া যেনো!” মীর আলাউদ্দিন -এর ফেইসবুক আইডি থেকে সংগ্ৰহ করে স্টাটাসটি নীচে হুবুহু তুলে ধরা হয়েছেঃ

বাপ ডাকলেও কপাল খুলে।
আপনি আমার বাবার মতো আর আমি আপনাকে বাবা ডাকবো, ব্যস এইটুকু শব্দেই কপাল খুলেছে নেছার আর সাগরের। মোহাম্মদ নেছার উদ্দিন দফাদার, পিতা নুরুল ইসলাম দফাদার, অন্যজন আর্মি সাগর। আর্মি সাগর নাম হলেই তিনি সেনাবাহিনীর কেউ নন। আওয়ামী সমার্থিত সেনাবাহিনীতে চাকুরী করা জামাইয়ের প্রভাবে তিনি নিজেই অঘোষিত আর্মি হয়ে বস্তির চাঁদাবাজির তদারকি চালান। মোল্লা বস্তির ঘর ভাড়া নয় ঘরের নিচের মাটি ভাড়ার নামে তারা চাঁদাবাজি করে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। বস্তির যত অবৈধ ব্যবসা-বাণিজ্য অবৈধ কার্যকলাপ সব কিছুর সাথে তাদের সম্পৃক্ততা আছে, আর সব জায়গা থেকেই উঠে চাঁদা পাশাপাশি তাদের গরীবের রক্ত চোষা চড়া সুদের ব্যবসাও রয়েছে। সুদের ব্যবসা পরিচালনা করতে মানুষের সাথে অমানবিক আচরণ করে এমপি ইলিয়াস মোল্লার ছেলে হিসেবে নিজেকে দাবি করা নেছার। সবাই এজন্য তাকে জমরাজের চেয়েও বেশি ভয় পায়। এরা মোল্লার বস্তির ঘরের নিচের মাটি ভাড়ার নামে ৭৩২ টি রুম থেকে ৫০০ টাকা করে চাঁদা তুলে আসছে বিগত ১৬ বছর যাবৎ। অত্যাচারী এই দুজনের কাছে চা নাস্তা খেতে স্থানীয় বিএনপি’র বেশ কিছু কর্মী রাতের আধাঁরে বেশ ভীড় জমাচ্ছে।

(সুত্র)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *