FB IMG 1726943479498

বিশেষ প্রতিবেদন : রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে জোরালো অভিযোগ উঠলেও পুলিশ দায়ের করা মামলায় ভিন্ন বয়ান দেয়া দেয়া হয়েছে। যদিও সেখানকার প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরা ভিডিওতে দেখা গেছে পুলিশের শর্টগানের ছোঁড়া রাবার বুলেট আবু সাঈদের দেহে লাগে।

এছাড়াও সময়ের সাথে সাথে এ মৃত্যুটির বিষয়ে আরোও একটি রহস্যজনক প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে। উল্লেখ্য যে সেদিন বিকাল ৪টার দিকে শিক্ষার্থী আবু সাইদের গায়ে পুলিশের ছোঁড়া রাবার বুলেট বিদ্ধ হয়েছিল এবং তাকে রাত ৮টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু যেখানে আবু সাইদ আহত হয় সেখান থেকে হাসপাতালে যেতে সর্বোচ্চ ৪০ মিনিট সময় লাগার কথা।

প্রশ্ন উঠে আসে, তাহলে এই দীর্ঘ সময় আবু সাইদের আহত দেহটি কোথায় এবং কার হিফাজতে ছিলো?

এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি বলেন, “ধরে নিলাম আবু সাইদ পুলিশের ছোঁড়া রাবার বুলেটেই আহত হয়েছিলো কিন্তু রাবার বুলেটের আঘাতে মৃত্যুর ঘটনা তো একেবারেই ক্ষীণ বলা চলে…!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *