FB IMG 1726943168883

বিশেষ প্রতিবেদন : হুকুমের গোলাম পুলিশের কি দোষ? -এই প্রশ্নের উত্তর আজও জানে না কেউ!

“চলমান অন্তর্বর্তীকালীন সরকারের সবাই মিলে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের সাথে যে অমানবিক আচরন করলো তা হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে বলে বিশেষজ্ঞরা দাবি করেন।

এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলন কালে বাংলাদেশ পুলিশ বাহিনীর যেসব সদস্যদের‌ও নির্বিচারে হত্যা করা হয়েছে এবং ওইসব হত্যাকাণ্ডের তদন্তবাদ বিচার প্রক্রিয়া নিয়ে এখনও চলছে গড়িমসি! যায় ফল মারাত্মক হবে বলে অনেকেই মনে করেন।

জানা যায় আজ পর্যন্ত আহত ও নিহত পুলিশ সদস্যদের কোনো সঠিক তালিকা প্রস্তুত করা হয় নাই! এছাড়াও নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের পাশে গিয়েও দাঁড়ায় নি কেউ! এবং কেনো!? এহেনো বেশকিছু প্রশ্নের উত্তর প্রধান উপদেষ্টা ডঃ ইউনুসের কাছে জানতে চায় সাধারণ জনগণ।

উল্লেখ্য, সাধারণ মানুষের ঘামের পয়সা দিয়ে কিনে দেয়া পোশাক আর বেতন-ভাতায় পালিত পুলিশকেই মানুষের জীবনে মরণে পাশে মিলে, -একথাটি কিন্তু বলাই বাহুল্য।

অথচ আজ সেই ‘পুলিশ’ যেনো একটি অছুৎ সম্প্রদায়, কারো ব্যক্তিগত প্রতিহিংসার শিকার…”, -এসব রহস্যজনক বলে মনে করেন অনেকেই!

কেউ কেউ হতবাক হয়ে প্রশ্ন করেন, “আসলেই পুলিশ বাহিনীর সাথে কেমন আচরণ করা হোলো দুই ডঃ -এর শাসন আমলে? এটা কেনো আচরণবিধি লঙ্ঘন বলে গণ্য করা হবে না? বাংলাদেশ পুলিশ বাহিনীর শক্র কে?”

উল্লেখ্য, একথাটিও অনস্বীকার্য যে পুলিশ মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল, যেকোনো মানুষের জীবনে বিপদে-আপদে যখন আর কাউকে না মিলে তখন‌ সে পুলিশের কথা ভাবে। অজ্ঞাত লাশের পাশেও কেউ না থাকলেও পুলিশ‌ থাকে, আজ সেই পুলিশের সাথে যে আচরণ করা হয়েছে কয়েকজন দেশের শক্র পুলিশ কর্মকর্তা ও মেন্টালিষ্টদের দ্বারা, -এর জবাব ডঃ ইউনুসকে আজ নয়তো কাল অবশ্যই দিতে হবে বলে সকলেই মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *