IMG 20240912 WA0016

যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন : বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক এর নিরাচনে রুহুল—জাহিদ প্যানেলের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হলো। গত রোববার ৮ সেপ্টেম্বর ২০২৪, নিউইয়র্ক এর বাংগালি অধ্যাষিত জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টের পার্টি সেন্টারে এ প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
খবর বাপসনিউজ

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মরহুম কামাল আহমদের স্ত্রী আফসারি আহমদ। মঞ্চে আসন গ্রহন করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়া, নজির আহমদ ভান্ডারী, আনোওয়ারুল ইসলাম, মইনুজ্জামান চৌধুরী, গউস উদ্দীন খান, নাজমুল হাসান মানিক, আবুল খায়ের, জসিম উদ্দীন ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, শাহ আলম, জামান তপন, মনির হোসেন, মাওলানা আবু জাফর বেগ ও মাওলানা জাকারিয়া মাহমুদ। প্যানেলের সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আবু জাফর বেগ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জে মোল্লা সানী।

রুহুল-জাহিদ প্যানেলের প্রার্থীরা হচ্ছেন রুহুল আমিন সিদ্দিকী-সভাপতি,ফারুক চৌধুরী-সিনিয়র সহসভাপতি, আমিনুল ইসলাম চৌধুরী -সহসভাপতি,জাহিদ মিন্টু, সাধারন সম্পাদক, সরওয়ার খান -সহ সাধারন সম্পাদক, নওশেদ হোসেন কোষাধ্যক্ষ, মোহাম্মদ এস সাদী -সাংগঠনিক সম্পাদক, মনিকা রায় চৌধুরী -সাংস্কৃতিক সম্পাদক, নাদির আহমেদ আইয়ুব -সমাজসেবা সম্পাদক, রোমানা আহমদ -সাহিত্য সম্পাদক, আলমগীর হোসেন -ক্রিড়া সম্পাদক ও শাহনাজ হোসেন -স্কুল ও শিক্ষা সম্পাদক। কার্যকরি কমিটির সদস্য পদে লড়ছেন মোহাম্মদ রব মিয়া, মোহাম্মদ তাজু মিয়া, এমডি এন ইসলাম, রফিকুল ইসলাম ডালিম ও সাইফুল ইসলাম। উল্লেখ্য আগামী ২২ অক্টোবর ২০২৪ বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত। এতে ১৮ হাজার প্রবাসী বাংলাদেশি ভোট প্রদানের সুযোগ পাবেন। এই নির্বাচনে রুহুল-জাহিদ প্যানেলের বিপরীতে লড়ছেন সেলিম -আলী পরিষদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *