IMG 20240912 WA0018

যুক্তরাষ্ট্র থেকে, হাকিকুল ইসলাম খোকন : যুক্তরাষ্ট্রে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পালিত হবে দেশটির ওপর ১১ সেপ্টেম্বরের হামলা, যা নাইন/ইলেভেন নামে পরিচিত। আজ সেই হামলার ২৩তম বার্ষিকী। ছিনতাই করা চারটি যাত্রীবাহী বিমান দিয়ে ২০০১ সালে আলকায়েদার চালানো এই আক্রমণে নিউইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ার এবং ওয়াশিংটনের পেন্টাগন আক্রান্ত হয়। আরেকটি বিমান কোথাও আঘাত হানার আগেই বিধ্বস্ত হয়। ভয়াবহ এই হামলায় নিহত হন প্রায় ৩ হাজার লোক।

এই ঘটনা সারা বিশ্বকে বদলে দিয়েছে। এর সুদূরপ্রসারী প্রভাব পড়েছে বিশ্বের পরবর্তীকালের অনেক ঘটনাপ্রবাহে, নিরাপত্তা পরিস্থিতিতে এবং বিশ্বব্যাপী সাধারণ মানুষের জীবনেও। নাইন/ইলেভেনের পরপরই আলকায়েদা নেতা ওসামা বিন লাদেনের আশ্রয়দাতা তালেবান-শাসনাধীন আফগানিস্তানে আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র এবং তালেবান ক্ষমতাচ্যুত হয়। এর ২০ বছর পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানে তাদের যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে এবং ক্ষমতায় ফিরে আসে তালেবান।

দিনটি উপলক্ষে আজ সকালে আয়োজিত এক স্মারক অনুষ্ঠানে নিউইয়র্ক শহরের স্মৃতিসৌধে নিহতদের স্বজনরা এক এক করে তাদের প্রিয়জনের নাম উচ্চারণ করেন। এ সময় অনেককে নীরবে দাঁড়িয়ে কাঁদতে দেখা যাবে। প্রেসিডেন্ট জো বাইডেন এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে। অনুষ্ঠানটি শুরু হবে স্থানীয় সময় সকালে। মোট ছয়টি মুহূর্তে পালন করা হয় নীরবতা। ২৩ বছর আগে ঠিক যে সময়টায় ছিনতাই করা বিমান দিয়ে টাওয়ার দুটিতে আঘাত হানা হয়েছিল, যখন টাওয়ারগুলো ধসে পড়েছিল, আরও রয়েছে পেন্টাগনে আঘাত হানার মুহূর্ত এবং চতুর্থ বিমানটি বিধ্বস্ত হওয়ার মুহূর্তগুলো। প্রথম নীরবতা পালন করা হবে ৮টা ৪৬ মিনিটে, ঠিক যে সময়ে উত্তর টাওয়ারে প্রথম হামলাটি চালানো হয়েছিল। অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ উপস্থিত থাকবেন।
(বিবিসি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *