ফেসবুক ভয়েজ : এরা দুজনই কিন্তু হাসিনা পতনের গোড়াপত্তন ঘটিয়েছে। তবুও এদেরকে পুরস্কৃত না করে তিরস্কৃত করার মতলব কি? এদের কাছে কি সিক্রেট ইনফরমেশন আছে!?
‘হত্যা করার পরে খুনির যেমন প্রথম কাজ হয়, অস্ত্রটাকে ধ্বংস করা নিশ্চই এমন কিছু না’, -রূপক অর্থে ব্যবহার করলাম।
একথা কেউই কিন্তু অস্বীকার করতে পারবেন না যে এরা দুজনই আজকের বাংলাদেশের মা-বাবা। কেননা সেদিন গণভবনে এদের দুজনের প্রশ্নের উত্তর দিতে গিয়েই শেষ হাসিনা ১৫:১৫মিঃ মেধা, কোটা, মুক্তিযোদ্ধা, রাজাকার নিয়ে মন্তব্য করেন এবং সেই সুত্র ধরেই ওই রাতেই ঢাবির হল থেকে বের হয়ে রাজপথে বেরিয়ে একদল শিক্ষার্থী ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ শ্লোগান ধরে এবং সেই থেকে আজকের বাংলাদেশ তথা এই বিজয়। তাহলে ওই দুই সাংবাদিককে আজকের বিজয়ের বাবা-মা বলা উচিৎ নয় কি?
এমতাবস্থায় তাদেরকে প্রথমে চাকরিচ্যুত করে অবশেষে এরেষ্ট করার রহস্য কি!?
বিঃদ্রঃ- সকলের কাছে বিনীত অনুরোধ, আসলে কারণটা কি তা যদি কারো জানা থাকে তবে তা বলে দিয়ে বাধিত করবেন, প্লিজ,