ফেসবুক ভয়েজ : আজ থেকে মাঠে নেমেছে ফাঁকিবাজ জেনেক্স ইনফোসিস ভ্যাট আদায়ের কাজ।
জেনেক্স ইনফোসিসকে ভ্যাট আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে, যে জেনেক্স ইনফোসিসই আগেই ভ্যাট ফাঁকি দিয়ে ধরা পরার পর সেই টাকা পরিশোধ করেছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, ঢাকা ও চট্টগ্রামে ৫০০ ইএফডি দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করা হবে। চুক্তি অনুযায়ী, জেনেক্স নিজের টাকায় ইএফডি বসিয়ে কমিশনের ভিত্তিতে সরকারকে ভ্যাট আদায় করে দেবে।
নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ২০১৯ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত অনুসন্ধানে জেনেক্স ইনফোসিসের বিরুদ্ধে ১২ লাখ ২০ হাজার টাকা উৎসে ভ্যাট ফাঁকি ধরা পড়ে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকেও কোনো আপত্তি না জানিয়ে ভুল স্বীকার করে নেওয়া হয়েছে। সেই সঙ্গে দাবি করা অর্থ পরিশোধ করেছে জেনেক্স ইনফোসিস।
উল্লেখ্য ভ্যাট আদায় করার যন্ত্র ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) সরকারিভাবে বসানোর কাজে নাটকীয় ব্যর্থতার পর কাজটির দায়িত্ব দেওয়া হয়েছে বেসরকারি প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিসকে।
ভ্যাট ফাঁকির তথ্য উঠে আসায় সেই প্রতিষ্ঠানকে দিয়ে ভ্যাট আদায় কাজে স্বচ্ছতা থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু। তিনি বলেন, ‘যার বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগ প্রমাণিত, তার কাছ থেকে স্বচ্ছতা কিংবা ভালো কিছু আশা করা যায় না, এটা সহজেই বোধগম্য। দায়িত্বটি এনবিআর কীভাবে দিয়েছে, এটা আমরা বলতে পারব না। যদি ওপেন টেন্ডার করে না দিয়ে থাকে তাহলে স্বচ্ছতার প্রশ্ন উঠবেই।’