নিজস্ব প্রতিবেদন : ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে আরও চার উপদেষ্টা যুক্ত হতে যাচ্ছেন। এ তালিকায় যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল করিম খান। তারা আজ শুক্রবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন বলে জানা গেছে। তাদের শপথের পর উপদেষ্টার সংখ্যা দাঁড়াবে ২১ জনে।
নতুন উপদেষ্টা হতে যাওয়াদের মধ্যে আলী ইমাম মজুমদার বর্তমানে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিশেষ সহকারী (উপদেষ্টার মর্যাদা) হিসেবে নিয়োগ পেয়েছেন। তার এ নিয়োগ বাতিল করে তাকে উপদেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। তিনি ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেন। সংবাদমাধ্যমে নিয়মিত লেখালেখি করেন সাবেক এ মন্ত্রিপরিষদ সচিব।
ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
ব্রাহ্মণবাড়িয়া থেকে ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক ছিলেন।
মুহাম্মদ ফাওজুল করিম খান বিদ্যুৎ বিভাগের সাবেক সচিব। তিনি একজন অর্থনীতিবিদও। সংবাদপত্রে নিয়মিত লেখালেখি করেন তিনি।
লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশ সামরিক একাডেমির প্রশিক্ষক ছিলেন। পরে তিনি ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ডে একটি গ্রুপ টেস্টিং অফিসার (জিটিও) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৪ থেকে ১৯৯৬ সালের মধ্যে বসনিয়া-হার্জেগোভিনা, রুয়ান্ডা এবং জর্জিয়ায় ের সামরিক পর্যবেক্ষক ও স্টাফ হিসেবে তিনটি ভিন্ন জাতিসংঘ মিশনে কাজ করার সুযোগ পেয়েছিলেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড, স্টাফ কলেজে এবং ঢাকা ন্যাশনাল ডিফেন্স কলেজের স্নাতক। তিনি ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিজিবির (তৎকালীন বিডিআর) ডিজি ছিলেন। ২০১০ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিধি বড় হচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসহ ১৭ উপদেষ্টার শপথ নিয়ে কাজ শুরু করলেও শুক্রবার আরও কয়েকজন দায়িত্ব নিতে যাচ্ছেন। নতুন উপদেষ্টাদের জন্য সরকারি পরিবহন পুল থেকে গাড়িও প্রস্তুত রাখা হয়েছে। আজ সকাল ১০টায় গাড়িগুলো মন্ত্রিপরিষদ বিভাগের কাছে পাঠানো হবে। সেখান থেকে গাড়িগুলো যাবে নতুন উপদেষ্টাদের বাসায়। তারপর তারা শপথের জন্য বঙ্গভবনে যাবেন।
এদিকে, রাষ্ট্রপতির দৈনিক কর্মসূচি থেকে জানা গেছে, আজ বিকেল ৪টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন।
এর আগে তিন দফায় শপথ গ্রহণ করেন ১৭ উপদেষ্টা। এর মধ্যে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা সেদিন শপথ নেননি। পরদিন শুক্রবার শপথ নেওয়া প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে ১১ আগস্ট শপথ নেন অন্তর্বর্তী সরকারের আরও দুই উপদেষ্টা। তারা হলেন সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। সর্বশেষ গত মঙ্গলবার শপথ নেন ফারুক-ই-আজম।
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে ভারতের দিল্লিতে চলে যান। এর পরই বিলুপ্ত হয় দ্বাদশ জাতীয় সংসদ। পরে ছাত্র-জনতার দাবির মুখে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।