ফেইসবুক ভয়েজ :
আমাদের আজকের ফেইসবুক ভয়েজে Makeup & beaiby arfin আইডি থেকে একটি স্টাইল প্রকাশ করা হোলো। স্টাটাসটিকে ছবিসহ নীচে হুবুহু তুলে ধরা হয়েছেঃ
জনাব উপদেষ্টা, আপনি কি ১৯৯৭ সালের আইসিসি ট্রফি দেখেছিলেন? একজন আকরাম খান, একজন খালেদ মাহমুদ একেকজন ইতিহাস। আপনার উচিত ছিল নিজে থেকে বিসিবিতে গিয়ে সবার সঙ্গে পরিচিত হওয়া। ধরে নিচ্ছি সেই সময় বের করতে পারেননি। অন্তত সবাইকে নিজে থেকে দাঁড়িয়ে হাত মেলাতে পারতেন হাসিমুখে। কিন্তু জালাল ইউনুসের মতো সিনিয়র ক্রিকেট সংগঠককে, কাজী ইনাম আহমেদের মতো নিবেদিত ক্রিকেট সংগঠককেসহ বিসিবির পরিচালকদের সবাইকে যেভাবে ক্লাসের ছাত্রদের মতো প্রেজেন্ট স্যার মার্কা কুর্নিশ করালেন, সেটা খুবই দৃষ্টিকটু। আপনারা এ প্রজন্মের তরুন, চেয়ার থেকে উঠে এসে তাদের সাথে কথা বল্লে আপনার সম্মান কমে যেতোনা বরং বেড়ে যেতো। তার পরেও আপনারা দেশে একটি নতুন অধ্যায় শুরু করেছেন তা গড়ার দ্বায়িত্ব আপনাদের, আমি ভালো কিছুর প্রত্যাশা করি। আশাকরি ভালো কিছুই হবে। স্বাধীনভাবে লিখেছি, আমার ব্যক্তিগত মতামত।