88539ecbf635d1fb132f9a216d8b4264 5c83b24067923 1903091510

নিজস্ব প্রতিবেদন : রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মালিবাগের একটি সড়কে প্রকাশ্যে রিকশা থামিয়ে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ।

শনিবার (৯ মার্চ) দুপুরের পর ডিএমপির সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রাশেদ হাসান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘১ মার্চ শাহজাহানপুর থানার মালিবাগের প্রথম লেনে দিনের আলোয় দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই রোডে থাকা সিসি ক্যামেরায় ঘটনাটির ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়। আমরা অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের গ্রেফতারে কাজ শুরু করি। এরই ধারাবাহিকতায় প্রথমে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।’ গ্রেফতার দুই ছিনতাইকারীদের নাম ফরহাদ ফকির ও ইউসুফ আলী। পরে জসিম মাতব্বর নামে তাদের আরেক সহযোগীকেও গ্রেফতার করা হয়। তাদের শাহজাহানপুর থানা পুলিশ গ্রেফতার করে।

পুলিশের সহকারী কমিশনার রাশেদ হাসান বলেন, ‘তারা পেশাদার ছিনতাইকারী ও ডাকাত। এরা রমনা, মালিবাগ, শাহজানপুর ও মগবাজার এলাকায় ডাকাতি ও ছিনতাই করে থাকে। গ্রেফতার ইউসুফ আলীর বিরুদ্ধে খুন, ছিনতাই, ডাকাতি ও ধর্ষণসহ ১৬ থেকে ১৭টি মালা রয়েছে। সে জামিনে বের হয়ে ফের একই অপরাধ করে থাকে।’

উল্লেখ্য, ১ মার্চ সকাল আনুমানিক ১০ টার দিকে মনির হোসেন নামে এক ব্যক্তি রিক্সা যোগে মালিবাগের প্রথম লেন দিয়ে যাচ্ছিলেন। এ সময় রিকশার পেছন দিক দিয়ে দৌড়ে রিক্সার গতিরোধ করে থামিয়ে দুই যুবক তার কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা, ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ছিনিয়ে নেয়। এরপর দুই যুবক প্যান্টের পেছনে অস্ত্র গুঁজে নিরাপদে ওই এলাকা ছেড়ে যায়। এদিকে এই পুরো ঘটনাটি পার্শ্ববর্তী একটি বাসার সিসি ক্যামেরায় ধরা পরে। পরবর্তীতে সেই বাড়ির মালিক ভিডিওটি ফেসবুকে ছেড়ে দেওয়ার পর ভাইরাল হয়ে যায় দ্রুত এবং ভিডিওটি দেখে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ।

পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের মালিবাগ ও শাহাজানপুর এলাকা থেকে গ্রেফতার করে থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *