নিজস্ব প্রতিবেদন : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা হয়েছে। আজ বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলনের পর অভিনেত্রীর ওপর এ হামলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ৩০-৩৫ জনের একটি দল সেখানে হাজির হয়। তাদের অনেকের হাতে লাঠিসোঁটা ছিল। তারা সাংস্কৃতিক কর্মীদের সেখান থেকে সরে যেতে বলে। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করে তারা।
একটু পরে রোকেয়া প্রাচী সেটি ঠিক করতে গেলে তাকে লাঠি দিয়ে মারতে থাকে ওই যুবকেরা। লাঠির আঘাতে অভিনেত্রী লুটিয়ে পরেন। এরপর সহশিল্পীরা দ্রুত সেখান থেকে তাকে সরিয়ে নেন।
এই হামলার আগে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্বলন ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় সাংস্কৃতিক অঙ্গনের অনেকে অংশ নেন। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন রোকেয়া প্রাচী।
উল্লেখ্য বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড়ো ফেক্টর এবং অন্তর্বর্তীকালীন সরকারের দাপুটে উপদেষ্টা ডঃ আসিফ নজরুলের প্রাক্তন স্ত্রী এই রোকেয়া প্রাচী। তবে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে কয়েক বছর আগে, এরপর আসিফ নজরুল বিয়ে করেন বর্তমান স্ত্রী শীলা আহমেদকে। আসিফ নজরুলের আগে রোকেয়া প্রাচী ছিলেন দুর্বৃত্তদের হাতে নিহত পুলিশ সার্জেন্ট আহাদের স্ত্রী। রোকেয়া প্রাচী একজন ভালো কবিতা আবৃত্তিকার ও বিটিভির এনলিষ্টেড অভিনেত্রী ছিলেন। এদিকে আসিফ নজরুল ছাত্র জীবনে ছাত্ররাজনীতি করতেন ছাত্রদলে এবং তার বাবা ছিলেন একজন পাকিস্তানি বিহারী।
সাফকথা