ফেইসবুক ভয়েজ : বিষয়বস্তু হচ্ছে, বর্তমান কালের সবচেয়ে বড়ো ফেক্টর ডঃ আসিফ নজরুল ও তাঁর পরিবারের সদস্য এরা। মিসেস আসিফ নজরুল মানে বর্তমান স্ত্রী শিলা আহমেদ, হুমায়ূন আহমেদের সবচেয়ে মেধাবী মেয়েটা, তার প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে সে অনেক বছর আগের কথা। দুর্বৃত্তদের হাতে নিহত হন পুলিশ সার্জেন্ট আহাদের স্ত্রী রোকেয়া প্রাচী। তার সঙ্গে আসিফ নজরুলের বন্ধুত্ব হয়। অতঃপর সম্পর্ক থেকে সখ্যতা গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ে করেন তারা, আশা করি এসব কথা আপনারা জানেন। রোকেয়া প্রাচী ভালো কবিতা আবৃত্তি করতেন, বিটিভির এনলিষ্টেড অভিনেত্রী ছিলেন এবং আসিফ নজরুলের বাবা একজন বিহারী।
যাই হোক, ছবির প্রেক্ষাপট হচ্ছে, আসিফ নজরুল দম্পতি ওমরাহ পালন করে এসে একটা ফ্যামিলি ফটো তুলে তা যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ছিলেন। Sorry to say, ডঃ আসিফ নজরুল দম্পতি ওমরাহ করে এসে ভোমরা হয়ে গেছেন এমনটা ভাববেন না please, আসলে এটাই ওনাদের ফ্যামিলির কোয়ালিটি, পোশাকে-আশাকে, আচার-ব্যবহারে, বলে না, “ছামাজদার ক্যে ল্যিয়ে ইশারাই কাফ্ফি” যা বোঝার আপনিও বোঝেন আশা করি। তবে কি, ভাই আমরা হচ্ছি বাঙালী মুসলিম পরিবারের সদস্য। আমরা ভায়া এসব দেখতেও পছন্দ করি না, আমাদের ছেলেমেয়েদের এসব চলাফেরা শিখানো বা মেনে নেয়া তো দূরের কথা, আল্লাহ হিফাজত করুন আমীন।
আসলে আধুনিকতা আর অসভ্যতার মধ্যে যে বেসিক পার্থক্যটা এটা এক জেনারেশনে বোঝা সম্ভব নয়। আপনি এই ডঃ আসিফ নজরুল, ডঃ ইউনুস, ডঃ জাফর ইকবালদের মেয়েদের দেখলেই বুঝবেন (গুগলে সার্চ দিলেই পাবেন)।
ভাই, আমার জানা বেশকয়েকজন ডক্টরেট ডিগ্রিধারী পরিবার আছে যাদের ফ্যামিলি মেইনটেইন দেখলে শ্রদ্ধায় মাথানত হয়ে যায়। আমার কথাগুলো শুনে আপনি হয়তো বলবেন, “এটা স্বাধীন দেশ, এসব আমার স্বাধীনতার বিষয়।” আমি বলবো, “ভাইজান, মাফও চাই, দোয়াও চাই, আপনি যান, আপনি আপনার স্বাধীনতার অধিকার ভিজাইয়া ভিজাইয়া খান, যান। আমাদের ওসব দরকার নাই।”
© Monzur Morshed