image 273198 1580387148

নিজস্ব প্রতিবেদন : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. সেলিম হোসেন স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

এর আগে দুপুরে এক দিনের সময়সীমা বেঁধে দিয়ে ক্যাম্পাসে সব ধরনের দলীয় রাজনীতি বন্ধসহ উপাচার্য বরাবর ১১ দফা দাবি জানান শিক্ষার্থীরা।

একদিন না পেরোতেই শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে জারি করা এক অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত থাকতে পারবেন না।

সিন্ডিকেটের ১০৫তম (জরুরি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আদেশে বলা হয়।

শিক্ষার্থীদের উদ্দেশে অন্য একটি অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কোনো অঙ্গসংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হল। এ নির্দেশ অমান্যকারীদের বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হবে।

এদিকে এই খবর পেয়ে মলিন বদনে দেশের নিরিহ লোকজন বলেন, “আলহামদুলিল্লাহ কিন্তু এটা সারা দেশে কবে হবে? আমরা ৯০ সালের পর থেকে একদিনের জন্য‌ও নিজেদের নিরাপদ মনে করতে পারি নাই বিএনপি আওয়ামী লীগ ও তাদের ছাত্র রাজনীতির কারণে। জানিনা আমাদের স্বপ্ন পুরন করতে পারবে কিনা মেধাবী ছাত্রসমাজ। তবে আমরা আশাবাদী আর দোয়া করি, ইনশাআল্লাহ আমাদের সন্তানরা এবার আমাদের শান্তিপূর্ণ একটা জীবন উপহার দিবে। ওরা কোনো দলকে আর সুযোগ দিবে না বলে আশা করি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *