নিজস্ব প্রতিবেদন : শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগের পর দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন স্থাপনা ও ঘরবাড়িতে হামলার ঘটনা ঘটেছে৷ এর জেরে ভারত-বাংলাদেশ সীমান্তে জড়ো হয়েছেন কয়েকশ’ মানুষ৷
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ডেপুটি ইনসপেক্টর জেনারেল অমিত কুমার ত্যাগী বৃহস্পতিবার সংবাদ সংস্থা এএফপিকে জানান, ‘‘বিভিন্ন সীমান্তে কয়েকশ’ বাংলাদেশি ভারতে প্রবেশের অপেক্ষায় আছেন৷ এদের মধ্যে বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের৷”
তথ্য মতে, পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তে দুই শতাধিক বাংলাদেশি ভারতে প্রবেশের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন তিনি৷ তিনি আরও জানান, জলপাইগুড়ি জেলায় ছয়শ’রও বেশি বাংলাদেশি ‘নো ম্যান্ডস ল্যান্ডে’ অবস্থান করছেন৷ অমিত কুমার জানান, যেহেতু এখানে কোনো কাঁটাতারের বেড়া নেই, তাই বিএসএফের সদস্যরা মানবঢাল হিসেবে সেখানে অবস্থান নিয়েছে৷ নোম্যান্ডস ল্যান্ড থেকে তাদের সরিয়ে দিতে ফাঁকা গুলি ছোড়া হয় বলেও জানান তিনি৷
ভিডিওটি সংগৃহীতঃ