FB IMG 1723305651335

ফেইসবুক ভয়েজ : বস্তুত জানা গেছে, নতুন শিক্ষাক্রম স্থগিত করা হয়নি, কেবলমাত্র এ সংক্রান্ত কর্মশালা স্থগিত করা হয়েছে। যদিও পাঁচ থেকে ছয় হাজার বছরের পুরোনো সভ্যতার ইতিহাস বহনকারী বাঙালী জাতির জীবনে চার/পাঁচশ বছর ধরে সভ্যতার আলোতে আসার চেষ্টা করা ফিনল্যান্ডিদের শিক্ষাক্রমের কপি পেস্ট আমাদের দেশের শিশুদের মধ্যে চালু রাখা ইয়াবার মতো মারাত্মক মাদকের চেয়েও অনেক বেশী মারাত্মক, একথাটি নিশ্চিত। জানা গেছে, নতুন শিক্ষাক্রমের বদৌলতে আমাদের কোমলমতি শিশুদের ব‌ইপুস্তেকে এমন এমন বিষয় এসেছে যার কারণে শিক্ষার্থীরা অকালপক্ক হয়ে যাচ্ছে, এমনকি এসব এতোটাই নোংরা ও জঘন্য বিষয়বস্তু যে এবিষয়ে একাধিক অভিভাবক ও শিক্ষকরা মন্তব্য করেন, ‘এসব বাচ্চাদের পড়াতেও লজ্জা লাগে’। তাই সবাই আশা করছেন অচিরেই এদেশের শিশুদের জীবন থেকে শাপমোচন হবে তথা চলমান শিক্ষাক্রম বাতিল করে, ডঃ জাফর ইকবালের মানসিক অবক্ষয়ের যুগের অবসান ঘটিয়ে আবারও আমাদের বাঙালী সভ্যতার নিজস্ব পদ্ধতির শিক্ষাক্রম চালু হয়ে যাবে, ইনশাআল্লাহ।

আজ শনিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এক বিজ্ঞপ্তিতে নতুন শিক্ষাক্রমের কর্মশালা স্থগিত ঘোষণা করে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এনসিটিবি চেয়ারম্যান প্রফেসর ফরহাদ হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)’ মর্মে একটি সংবাদ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে, যা সত্য নয়।

এছাড়াও ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তবে ১১ আগস্ট থেকে বগুড়ায় অনুষ্ঠিতব্য শিক্ষাক্রম সংক্রান্ত একটি কর্মশালা স্থগিত করা হয়েছে।

সাফকথা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *