নিজস্ব প্রতিবেদন : কারা করছে? আন্দোলনরত শিক্ষার্থীরা? হতেই পারে না?
এদিকে এই বিজয়ের পর থেকেই বিএনপি জামায়াত মাঠে ক্ষমতায় থাকা কালীন সময়কার ধারাবাহিকতার রাজনৈতিক আচরণে! তারেক জিয়ার রাজনীতি কি আবার কায়েম করা যাবে?
যাই হোক, বিএনপি আমল ফিরে আসুক এটা কি সাধারণ মানুষ আসা করেন?
ওদিকে নুরুল ইসলাম নুর শিক্ষার্থীদের লুটপাট করার কথা স্বীকার করে শিক্ষার্থীদের লুটের মাল ফেরত দেবার কথা বলেছেন, সারা দেশের লুটপাট তো আর শিক্ষার্থী করছে না, তার কি হবে এবিষয়ে নুর আপাতত কিছু বলেন নি।
এদিকে একদল শিক্ষার্থীরা গণভবন থেকে একাধিক শিক্ষার্থীরা যে লুটপাট করেছেন একথা নিশ্চিত করেছেন এবং তাদের লুট করা মামলাগুলো ফিরিয়ে দেয়ার কর্মসূচি পালন করছেন।
এই স্ট্যাটাসের ছবিতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে লুট করে নেয়া অস্ত্রপাতিও ফেরত দেয়া হচ্ছে, এদিকে লুটপাট সারা দেশে চলছেই!
যোগাযোগ মাধ্যমে এখন বিভিন্ন শ্রেণী, বয়স ও পেশার মানুষকে লুট করা মাল ফেরত দিতে দেখা যাচ্ছে, কিন্তু লুট করা মালামাল ও ফেরতের মধ্যে পার্থক্য বিস্তার…
চলমান লুটপাট, অগ্নি সংযোগ, আক্রান্ত কি আগামীকাল ডঃ ইউনুস আসার পরে বন্ধ হয়ে যাবে? নাকি চলমান থাকবে?
কুরসিতে বসার পরেও না থামলে?