FB IMG 1723264420804

বিশেষ প্রতিবেদন : “তবুও আমরা তার সব কর্মকাণ্ড মেনে নিয়েছি একমাত্র আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মুখের দিকে তাকিয়ে। কেননা ওরা আমাদের আদরের ধন, আমাদের জীবনের মানে”, -জনমত।

“আমাদের জীবনের সবকিছু আমরা যাদের জন্য কোরবানি করি প্রতিমুহূর্তে তাদের জন্য‌ই ডঃ আসিফ নজরুলের বিষয়টাও দেখে বুঝেও মেনে নিয়েছি”, -জনমত।

“এখন আমাদের দেখার অপেক্ষা, একজন শিক্ষক ডঃ আসিফ নজরুল তার শিক্ষার্থীদের মুরুব্বি হয়ে, তাদের সাথে নিয়ে শেষপর্যন্ত জাতিকে কি উপহার দেন”, -জনমত।

এছাড়াও এদেশের প্রায় সকলের কথা, “ডঃ আসিফ নজরুল ডঃ ইউনুস ছাড়া বাংলাদেশে কোনো ভালো মানুষ আছেন বলে যে মানেন না, এটা তিনি এবার প্রকাশ্যে দেখিয়ে দিলেন আর তাই তিনি তারপাশে বিশ্ববিদ্যালয়ের আরোও ক’জন শিক্ষকদেরকেও রাখেন নাই কারন কেউ ভালো না!!

সর্বোপরি, ” আমরা সাধারণ জনতা আমরা খুব ভালো করেই জানি, আমাদের শিক্ষার্থীরাও একমাত্র ডঃ আসিফ নজরুল ছাড়া বাংলাদেশের কাউকে মানেন না, তারাও ডঃ আসিফ নজরুলের মতোই কাউকে ভালো মানুষ ও দেশপ্রেমিক নাগরিক মনে করেন না এবং তাদের দৃষ্টিতে একমাত্র তারা নিজেরা ও তাদের ডঃ আসিফ নজরুল‌ স্যার‌ই সবকিছু, -এমন কিছু মনে করবেন যে তারা এতোটা বোকা বা বেয়াদব না।”

🔴 তাহলে বিষয়টা কি হোলো?

🔴 কি হতে যাচ্ছে!?

এদেশের সবাই এখন রচয়িতা ডঃ আসিফ নজরুলের শেষ দৃশ্য দেখার অপেক্ষায় রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *