বিশেষ প্রতিবেদন : ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে প্রায় ৯২% মুসলিমের বাংলাদেশের অন্তত ৯২% মুসলমানরাই অংশগ্ৰহন করেছেন এবং জীবন দিয়েছেন। অথচ আন্দোলন যেতে না যেতে এ ক’দিনের মধ্যেই দেখা যাচ্ছে শহীদ মিনারের ক্যালিগ্রাফির মধ্যে আরবি ক্যালিগ্রাফি গুলোকে টার্গেট করে মুছে ফেলা হচ্ছে! এটিকে ইসলামী সংস্কৃতি ও মুসলমানদের উপর প্রকাশ্য হুমকি হিসেবে দেখছেন দেশের ধর্মপ্রাণ বহু নাগরিক।
তারা বিষয়টিকে ঘিরে প্রশ্ন রেখেছেন বিবেকবান সচেতন মহলের কাছে। তাদের ভাষ্যমতে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। তবে কেনো মতপ্রকাশে বাঁধা দেওয়া হলো? কেনো আরবী লিখতে দেওয়া হলো না শহীদ মিনারের দেয়ালে? বাংলা মাতৃভাষার দোহাই দিয়ে কেনো সকল আর্ট মুছে দেওয়া হলো? ইংরেজি লিখার সময় কী মাতৃভাষার মান ক্ষুন্ন হয় না?