potuakhali news pic

নিজস্ব প্রতিবেদন : পটুয়াখালীতে ১১ দফা দাবি বাস্তবায়নে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন জেলা পুলিশ সদস্যরা।

আজ মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে পটুয়াখালী পুলিশ লাইনসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের হত্যাকারীদের বিচার, পুলিশ কোনো সরকার অথবা রাজনৈতিক দলের অধীনে নয়, নিরপেক্ষ পুলিশ গঠন, আট ঘণ্টার ডিউটি, অধস্তন কর্মচারীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোনো অবৈধ/মৌখিক আদেশ বাস্তবায়নে চাপ প্রয়োগ বন্ধ, পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য নিরোধ, ২০ দিন ছুটি বৃদ্ধি করে ৬০ দিন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে অধস্তন কর্মচারীদের সোর্স মানি বরাদ্দ, পুলিশের প্রতিটি ইউনিটি প্রতি মাসের ১০ (দশ) তারিখের মধ্যে পূর্ববর্তী মাসের টিএ/ডিএ পরিশোধ, নতুন বেতন স্কেল প্রণয়ন পূর্বক মূল বেতন ও ঝুঁকিভাতা বৃদ্ধি এবং পুলিশ হেডকোয়ার্টার্স থেকে শুরু করে প্রতিটি জেলা পুলিশ লাইন্স, থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্রের নিরাপত্তা বেষ্টনী জোরদার করে নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

পরে অতিরিক্ত পুলিশ সুপার রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের হোসেন পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে দাবি মেনে নেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

তাঁরা আরও জানান যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত পটুয়াখালী জেলা পুলিশ কর্মবিরতি অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *