নিজস্ব প্রতিবেদন : মুক্তিযুদ্ধকালীন গেরিলা কমান্ডার দাবি করলেও সিরু বাঙালী হিসেবে পরিচিত সিরাজুল ইসলাম। ওদিকে আসল সাংবাদিকরা বলছেন যে ১৯৭১ সালে কমান্ডার তো নয়ই, এমনকি চট্টগ্রাম শহরে কখনও কোনো অপারেশনেও অংশ নেননি।
অভিযোগ মিলেছে তিনি যুদ্ধকালীন চট্টগ্রাম শহরের বিভিন্ন ‘কাহিনী’ নিয়ে বহু বই রচনা করলেও মহান মুক্তিযোদ্ধারা দাবি করছেন, চট্টগ্রাম শহরে দায়িত্বপ্রাপ্ত সিরু বাঙ্গালী নামের কোনো মুক্তিযোদ্ধা কমান্ডারকে তাঁরা চিনতেন না, এমনকি তার নামটিও জানতেন না।
এছাড়াও সিরু বাঙালীর বিরুদ্ধে অভিযোগ আছে যে তিনি ভারতে প্রশিক্ষণ নেওয়ার পরও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নি।
বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষকেরা বলছেন, ‘অসংখ্য মিথ্যাচার ও আষাঢ়ে গল্প সিরু বাঙালী তাঁর বিভিন্ন লেখালেখিতে তুলে ধরেছেন, যেখানে শুধুমাত্র নিজের ঢোল নিজেই বাজিয়েছেন।’
এছাড়াও তারা বলছেন, “যেসব মুক্তিযোদ্ধা ইতিমধ্যে মারা গেছেন, তাদের সঙ্গে ছিলেন, -এমন দাবি করে সিরু বাঙালী গল্প বানিয়ে বলেন।”