cumilla murder 240624 01 1719233221

নিজস্ব প্রতিনিধি : কুমিল্লার বরুড়ায় খাদিজা আক্তার (১৩) নামে এক কিশোরীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার মায়ের বিরুদ্ধে। সোমবার (২৪ জুন) উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাদিজা আক্তার নলুয়া চাঁদপুর পশ্চিমপাড়া হাওলাদার বাড়ির জুলহাস মিয়া ও অভিযুক্ত খুরশিদা বেগম দম্পতির মেয়ে। সে নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিলেন। স্থানীয় ইউপি সদস্য সৈয়দ আহমেদ বাবলু জানান, যতটুকু শুনেছি খুরশিদা মানসিক ভারসাম্যহীন। সকাল থেকে ঘরে মা-মেয়ে দুইজনই ছিলেন। হঠাৎ মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে দেখে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে খাদিজা। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুড়ালের কোপের চিহ্ন রয়েছে। পাশে পড়ে আছে কুড়ালটি। জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে আছেন মা খুরশিদা। দীর্ঘদিন ধরে খুরশিদা মানসিক ভারসাম্যহীন। তাৎক্ষণিক পুলিশকে জানিয়েছি। তারা ঘটনাস্থলে এসে মরদেহ নিয়ে গেছে। লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাশেম বলেন, ঘটনাস্থলে যাচ্ছি। যতটুকু জানলাম ওই নারী মানসিক ভারসাম্যহীন। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত মাকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *