নিজস্ব প্রতিনিধি : হঠাৎ করেই পুলিশে বড় ধরনের রদবদল আনা হয়েছে। গত রোববার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে একযোগে ১৫ বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হয়েছে।
উল্লেখিত রদবদল পটুয়াখালী জেলার পুলিশ সুপার সাইদুল ইসলামকে কুমিল্লা জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে। অপরদিকে কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নানকে বদলি করা হয়েছে সিলেট জেলায়।
উল্লেখ্য পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম ইতোপূর্বে পটুয়াখালী জেলার অপরাধ কমানো সহ দ্রুত ব্যবস্থা গ্রহন এবং পুলিশ সদস্যদের কাজে নজরদারির মাধ্যমে পেশাগত মানোন্নয়নের লক্ষে সকল থানা কমপ্লেক্স ও জেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করেন যা জেলায় একটি কন্ট্রোল রুমের মাধ্যমে এবং পুলিশ সুপারের কক্ষ থেকে এসব ক্যামেরা মনিটরিং করা হয়। এসব ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ সদস্যদের সরাসরি বিভিন্ন নির্দেশনা প্রদান করে অপরাধ দমন ও মানোন্নয়নে পরামর্শ প্রদান করার কাজে সহায়তা করছে। পুলিশ সুপারের নেয়া এই পদক্ষেপ আপাতত স্বল্প পরিসরে হলেও পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে যখন আরো ক্যামেরা স্থাপন করে নজরদারির আওতায় আনার পরিকল্পনা করা হয় ঠিক তখনই তাকে বদলি করা কুমিল্লা পাঠানো হয়েছে।
উল্লেখ্য বাংলাদেশের মধ্যে কুমিল্লা জেলাটি মাদক ও চোরাচালানের জন্য দীর্ঘ সময় ধরে বিশেষ ভাবে চিহ্নিত। একটি পরিসংখ্যানে দেখা গেছে দেশের প্রায় ৪০ শতাংশের মতো মাদক ও চোরাচালানের মালামাল এই জেলার উপর দিয়েই চলাচল করে। একসময়ে যে কুমিল্লা জেলাটি সবচেয়ে বেশী শিক্ষার হারের জন্য সুখ্যাত ছিলো বর্তমানে সেই জেলাটির উপর দিয়ে সবচেয়ে বেশী মাদক আর অবৈধ চোরাচালানী পণ্য সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ ঘটার জন্য কুখ্যাত। এমতাবস্থায় এই নতুন পুলিশ সুপারের আগমনে জেলার লোকজন অত্যান্ত আশাবাদী এবং তারা মনে করেন এবার কিছুটা হলেও জেলাটির শাপমোচন হবে। নতুন পুলিশ সুপার সাইদুর ইসলাম তাঁর মেধা ও মননের মাধ্যমে এই জেলার সুদিন ফিরিয়ে আনতে কান্ডারী হবেন বলেই জেলা নিবাসীরা আশা করছেন।