viper 20240623174326

নিজস্ব প্রতিনিধি : ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ শুক্রবার বলেছেন, সুরক্ষিত পোশাক পরিধান করে কেউ যদি জীবন্ত রাসেলস ভাইপার সাপ ধরে আনতে পারে, তবে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এদিকে রাসেলস ভাইপার সাপ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামান্ত লাল সেন। পিটিয়ে মারা নয়, রাসেলস ভাইপার ‘জীবিত’ ধরলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন তিনি।

জীবিত রাসেল ভাইপার সাপ ধরে নিয়ে যেতে পারলে পুরস্কার পাবেন, এ আশায় একটি রাসেলস ভাইপার সাপের বাচ্চা ধরেছেন রেজাউল নামে এক যুবক। শুধু তাই নয়, সাপটি নিয়ে তিনি চলে আসেন ফরিদপুর প্রেস ক্লাবে।

শনিবার রাতে রেজাউল সাপটি নিয়ে প্রেস ক্লাবে আসেন। রেজাউলের বাড়ি শহরতলীর আলিয়াবাদ ইউনিয়নের কাদেরের বাজার এলাকায়। রেজাউল পেশায় কৃষক তবে মাছ ধরার কাজও করেন। রেজাউল জানান, দুই দিন আগেও তিনি একটি রাসেলস ভাইপার সাপ মেরেছেন। বিকালে মাছ ধরতে গিয়ে এ সাপটি দেখতে পান। পরে তোয়ালে দিয়ে পেঁচিয়ে সাপটিকে ধরে ফেলেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেজাউল জানান, স্থানীয়দের কাছে জেনেছেন, জীবিত রাসেল ভাইপার সাপ ধরতে পারলে ফরিদপুরের নেতারা পুরস্কার দেবেন। এ কারণেই মূলত জীবিত সাপটি ধরেছেন তিনি। তবে ঘোষিত পুরস্কারের টাকা রেজাউল আদৌও পেয়েছেন কিনা তা নিশ্চিত করা যায়নি। এমনকি ফরিদপুর প্রেসক্লাবের কোনো নেতাও এবিষয়ে কোনো নিশ্চয়তা প্রদান করতে পারেন নাই।

রোববার রেজাউল খান সাংবাদিকদের জানান, তিনি সাপটি ৫০ হাজার টাকা পুরস্কারের জন্যেই ধরেছিলেন। তবে বন বিভাগের প্রাপ্তিস্বীকারপত্র না থাকায় জেলা আওয়ামী লীগ তাকে পুরস্কারের টাকা দেয়নি। তবে তার সাপটি জমা নিয়েছে বন বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *