মেহদী হাসান তুষার : গতকাল ১০ই জুন ২০২৪ইং তারিখ রোজ সোমবার কুমিল্লা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার (কুমিল্লা) -এর নিকট হতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে জনাব মোঃ ফিরোজ হোসেন (পিপিএম) জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর সম্মাননা স্মারক গ্রহণ করেন ওসি কুমিল্লা কোতয়ালী মডেল থানা।
তার বিগত কর্মকালীন সময় থেকে জানা যায়, চলতি বছরে মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি এবং অন্যান্য আরো বহুবিধ ক্ষেত্রে অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে জনাব মোঃ ফিরোজ হোসেন নির্বাচিত হন। তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে এই সম্মাননা পুরস্কার গ্রহণ কালে বলেন, “আমাদের দেশে পুলিশের চাকুরীটা হচ্ছে সবচাইতে সেনসিটিভ, চ্যালেঞ্জিং এবং হার্ড ওয়ার্কিং টাইপের একটি চাকুরী। তাই এখানে ইচ্ছে করলেই গা ভাসিয়ে দিয়ে কাজ করার কোন সুযোগ নেই। তাই যে সমস্ত অফিসার উক্ত পেশায় কঠোর পরিশ্রম ও মেধার বিকাশ ঘটায় তারাই শুধুমাত্র বিভিন্ন সম্মাননা ও পদোন্নতি পেয়ে থাকেন। আর যারা উক্ত পেশাতে পরিশ্রমী ও মেধাবী হতে পারেনা কোন এক রকম গা ভাসিয়ে কার্য দিবস পালন করে তারা কখনো সম্মাননা বা পদোন্নতির মুখ দেখতে পারেনা।”
এছাড়াও তিনি আরো বলেন, “কারো মাঝে যদি কঠোর পরিশ্রমী মন মানসিকতা থেকে থাকে তবেই যেন সম্মান জনক এই পুলিশ পেশায় আসেন।
You have noted very interesting points! ps nice internet site.Expand blog
сервисный ремонт apple
seo продвижение гугл