বিকাশ-এ প্রধানমন্ত্রী ২৫০০ টাকা ‘ঈদ উপহার’ দেয়ার ভুয়া প্রচারণা করে একাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে!
ফেসবুকে বিভিন্ন গ্রুপে প্রচার চালানো হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপলক্ষ্যে ৫০ লাখ মানুষকে ২৫০০ টাকা করে উপহার দিচ্ছেন।
সম্প্রতি ফেসবুকে “২৫০০ টাকা ঈদ উপহার পেতে ক্লিক করুন” শিরোনামে একটি লিংক নানা পেইজ ও গ্রুপের কমেন্ট সেকশনে পোস্ট করা হচ্ছে। এরকম একটি পোস্ট দেখুন এখানে।
এছাড়া ফেসবুকে এ সংক্রান্ত একটি সিক্রেট গ্রুপও পাওয়া গেছে, “ঈদ উপহার ২৫০০ টাকা” নামে।
https://2500-5ca6f0.ingress-alpha.easywp.com/bn -এই লিংকটি ক্লিক করলে একটি ওয়েবপেজ আসে যার সারফেইস অবিকল বিকাশ মোবাইল ব্যাংকিং সার্ভিসের ওয়েবসাইটের মতো দেখতে।
এই ওয়েবসাইটে ব্যক্তির নাম, ফোন নাম্বার জাতীয় পরিচয়পত্র এবং জেলার নাম এন্ট্রি করলে পরের পেইজ আসে।
এরপরে ধাপে একটি তৈরি করা ফেসবুক পোস্ট শেয়ার করার নির্দেশনা রয়েছে, যা মূলত এই ওয়েব লিংকের বিজ্ঞাপন। সেখানে বলা হয়েছে, এই বিজ্ঞাপন ১০টি গ্রুপ/পেইজে পোস্ট না করলে কথিত ঈদ উপহারের টাকা পাওয়া যাবেনা।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ খোঁজ নিয়ে দেখেছে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ ধরনের কোনো ‘ঈদ উপহার’ এর ঘোষণা করা হয়নি। কোনো সংবাদমাধ্যমে এ ধরনের কোনো খবর পাওয়া যায় না। এছাড়া সরকারি কোনো ওয়েবসাইটেও এমন কোনো ঘোষণার খবর পাওয়া যায়নি। এদিকে একাধিক লোক জানিয়েছেন, তারা আবেদন করার সময় তাদের বিকাশ নাম্বার ও পিনকোড দেবার পর বিকাশ একাউন্ট থেকে টাকা কেটে নিয়ে গেছে!
করোনাভাইরাস প্রকোপে নগদ সহায়তা হিসেবে গত মে মাসে প্রধানমন্ত্রী ৫০ লক্ষ পরিবারকে ২৫০০ টাকা করে দেয়ার ঘোষণা দেন। t.ly/AuZD। এর সাথে ‘ঈদ উপহার’ এর কোনো সংযোগ নেই। এবং মহামারি উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর অনুদানের টাকা এভাবে কোনো ওয়েবসাইটের মাধ্যমে বিতরণ করা হয়নি।
প্রসঙ্গত, এর আগে বুম বাংলাদেশ ফেসবুকে ‘বিকাশ’ এর ওয়েবসাইটের আদলে ওয়েবসাইট বানিয়ে এ ধরনের ভুয়া উপহারের খবর ছড়ানোর বিষয় চিহ্নিত করেছিল।