ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার এরিয়া, অদ্য :৩০/০৫/২৪ ইং মেঘনা নদীর তীর আজবপুর বাজারের নৌকা ঘাটের উত্তর পাশে। মেঘনা নদীতে অজ্ঞাত নামা পুরুষের (৩৫)এর মৃতদেহ ভাসমান অবস্থায় দেখে স্থানীয় লোকজন। বেলা ১১,৫০মি: সময়ে কোনো এক ব্যক্তি নৌপুলিশ ভৈরব কে অবহিত করেন। তাৎক্ষণিক সময় ভৈরব নৌপুলিশ অফিসার ইনচার্জের দিক নির্দেশনায়, তাৎক্ষণিক এস আই মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে মৃতের সুরত হাল প্রস্তুত করিয়া ময়না তদন্তের জন্য, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। তথ্য অনুসন্ধানে জানা যায় এখন পর্যন্ত মৃত ব্যক্তির দাবিদার পাওয়া যায়নি।