IMG 20240525 WA0040

কুমিল্লা প্রতিনিধি, শাহাদাত কামাল শাকিল : কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দার (ঘোড়া মার্কা) এর পক্ষে শনিবার দিনব্যাপী প্রচারণা ও লিফলেট বিতরণ করেন আমড়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, বাকশীমূল ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ আমজাদ হোসেন লন্ডনী ও স্পেন প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলম। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে তারা চেয়ারম্যান পথপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার -এর ঘোড়া মার্কার সমর্থনে বুড়িচং উপজেলার ২নং বাকশীমূল ইউনিয়নের ফকির বাজার, কালিকাপুর, ছয়গ্রাম বাজার সহ পাহাড়পুর, মনোহরপুর, খারেড়া, আনন্দপুর, জঙ্গল বাড়ী এলাকায় ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিভিন্ন স্থানে পথসভার আয়োজন ও অংশগ্রহণ করে ব্যাপক ভূমিকা পালন করেন।

এপর্যায়ে গতকাল শনিবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার আমড়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ মোজাম্মেল হক বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে আখলাক হায়দার এর ঘোড়া প্রতীকের সমর্থনে ফকির বাজার এলাকায় গণসংযোগে অংশগ্রহণ করেন এবং ঘোড়া মার্কায় ভোট চান। এসময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি মেম্বার সুলতান আহমেদ, মানিক মেম্বার, বীর মুক্তিযোদ্ধা তারু মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ হোসেন, সফিকুল ইসলাম, বাবুল হোসেন, নাসির উদ্দিন, মিজানুর রহমান আখন্দ, মির্জা তৌফিক, যুবলীগের নেতা কাইয়ুম, মেহেদী হাসান, সাক্কু, ইকবাল হোসেন, রাকিবুল ইসলাম রকি, মাহবুব, সোহেল, রায়হান, বাকশীমূল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহপরাণ মাঞ্জন, সাধারণ সম্পাদক শরিফসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *