শাহাদাত কামাল শাকিল : জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কুমিল্লা নগরীর ২০ নং ওয়ার্ড ওনাইশোর হাজী বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে আবুলিয়াকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে জানা যায়।
সরেজমিনে গিয়ে জানা যায়, আজ ২১শে মে রাত ৯টার দিকে মাজার মসজিদের সামনে ছোট ভাই ইব্রাহিম খলিলের নেতৃত্বে পরিকল্পিত ভাবে আরো সাতজন মিলে বড়োভাই আবুলিয়াকে পিটিয়ে হত্যা করা হয়।
নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
এদিকে ঘাতক ইব্রাহিম খলিল মৃত্যুর কথা শুনে সহযোগীদের নিয়ে পালিয়ে যায়। এই হত্যাকাণ্ডের ফলে মৃতের স্ত্রী সন্তানসহ এলাকার লোকজনের মধ্যে শোকের মাতম বইছে।
এ বিষয় নিয়ে মৃতের ছেলে বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হত্যার সাথে যুক্তদের নামে একটি মামলা দায়ের করছে।
সংগৃহীত ভিডিও :