IMG 20240518 WA0014

যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন : বাংলাদেশের ও প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্কের বিরাজমান পরিস্থিতি এবং কনস্যুলেট জেনারেলের সেবাসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে ১৪ মে ২০২৪, মঙ্গলবার বিকাল ৫টায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্কে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্মানিত সম্পাদক/শীর্ষ ব্যক্তিত্বদের সাথে একটি মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। (খবর বাপসনিঊজ)

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসাল জেনারেল এর সাথে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার  সাংবাদিকসহ মিডিয়া ব্যক্তিত্বদের মতবিনিময়
(ছবি: সংগৃহীত)

মতবিনিময় সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে তা বর্ণনা করে কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা এ ধারা অব্যাহত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহবান জানান। তিনি যোগ করেন, সকলের প্রচেষ্টায়, বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে যা ২০২৬ সালে পূর্ণরূপে স্বীকৃতি পাবে। তিনি মিডিয়া ব্যক্তিত্বের এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন এবং এ বিষয়সমূহ জনগণের সামনে, বিশ্বের দরবারে তুলে ধরার আহ্বান জানান। কনসাল জেনারেল অনুষ্ঠানে উপস্থিত মিডিয়া ব্যক্তিত্বগণকে তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আয়নার সাথে তুলনা করে বলেন যে তারা ভুল-ভ্রান্তি ধরিয়ে দিয়ে সমাজ ও রাষ্ট্রের অশেষ কল্যাণ সাধন করেন। স্বাগতিক দেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা, অর্থনৈতিক কূটনীতি, জনবান্ধব কূটনীতিকে কনসাল জেনারেল তাঁর নিউইয়র্ক মিশনের মূল লক্ষ্য হিসেবে অভিহিত করেন। বাংলাদেশের সাথে প্রবাসী বাংলাদেশীদের যোগসূত্র রক্ষায়, প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের প্রচার ও প্রসারে কনস্যুলেট জেনারেলের নিরবিচ্ছন্ন প্রচেষ্টায় সকল প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। উপস্থিত সাংবাদিকবৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্বগণ প্রবাসী বাংলাদেশেীদের প্রতি কনস্যুলেট জেনারেলের চলমান সেবা ও দায়িত্বপূর্ণ আচরণের জন্য সন্তোষ প্রকাশ করেন। মতবিনিময় সভা আয়োজনের জন্য তারা কনসাল জেনারেলকে ধন্যবাদ জানান। সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে, সবার সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে এবং প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ রক্ষায়, কনস্যুলার সেবা প্রদানে কনসাল জেনারেল দৃঢ় প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

উক্ত অনুষ্ঠান শেষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্ক এর কনসাল জেনারেল ড. নাজমুল হদা’র হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন প্রবাস মেলা’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন। পাশে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক রিমন ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *