InCollage ২০২৪০৫১৮ ২২৪৬৪৪৯৫৩

ফেইসবুক ভয়েজ : “ডিজিটাল আইন কি তবে সাধারণ মানুষকে শোষণ করার জন্যেই তৈরি করা হয়েছে!?” -এমন প্রশ্ন উঠে এসেছে ভুক্তভোগীদের কাছ থেকে। সরেজমিনেও দেখা গেছে, যেনো দেখার কেউ নেই, করারও কিছুই নেই!

আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘সায়মা সাদিয়া’ নামে ফেইসবুক পেজ খুলে তাতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, ‘ঈদুল আজহা উপলক্ষে ২৫ হাজার টাকা সরকার সবাইকে দিচ্ছে বিকাশে’। সেখানে শেখ হাসিনার ছবি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের বিকাশ একাউন্ট থেকে রীতিমতো টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। অত্যন্ত সুচতুর ভাবে শেখ হাসিনার নাম ও ছবি ব্যবহার করে একটি কুচক্রী মহল বিকাশের গ্ৰাহকদের নামধামসহ এমনকি পিনকোড দিয়ে একাউন্ট থেকে টাকা কেটে নিয়ে ২৪ ঘন্টার মধ্যে তা উপহারের টাকা সহ ফেরত দেবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে আর এইভাবে তারা কোটি কোটি টাকা আত্মসাৎ করে যাচ্ছে কিন্তু এসব বিষয়ে দেখার মতো কেউ নেই যদিও এই দেশে সাইবার অপরাধীদের জন্য আইনের ব্যবস্থা রয়েছে।

শেখ হাসিনার নাম আর ছবি ব্যবহার করে ফেসবুক পেজে প্রকাশ্যে লুটপাট!
(ছবি: সংগৃহীত)

একজন ভুক্তভোগী বলেন, “বিকাশে পুরস্কারের কথা বলে শেখ হাসিনার নাম ভাঙ্গিয়ে আমার বিকাশ একাউন্ট থেকে এই যে টাকা কেটে নিয়ে গেলো এর দ্বায়ভার কেনো রাষ্ট্র বহন করবে না? এই দেশে আইন বলে আসলে কি কিছু নেই? নাকি সব কিছুই কি ছলনা, প্রতারণা?”

ফেইসবুক পেজে দেয়া লিঙ্ক:
http://34.83.62.223/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *