FB IMG 1715786318511

হকার উচ্ছেদের প্রতিবাদে লালবাগ হকাররা দলীয় ভাবে আক্রমন করে বসেন…

রাস্তা ও ফুটপাত দখল করে বসানো দোকানপাট উচ্ছেদ করায় ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) কার্যালয় ঘেরাও করেছেন হকাররা।

বুধবার দুপুর থেকে কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন তারা।

উচ্ছেদের প্রতিবাদে বেলা ১২টা থেকে উপকমিশনারের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন হকাররা। এ সময় প্রায় তিন শতাধিক লোক ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভে অংশ নেয়।

পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. বদরুল হাসান জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সড়ক ও ফুটপাত মুক্ত রাখতে হকার উচ্ছেদ করা হয়। তবে তাদের আন্দোলনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *