IMG 20240515 WA0026

শাহাদাত কামাল শাকিল,
কুমিল্লা প্রতিনিধি :
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় হেলিকপ্টার প্রতীকের প্রার্থী আব্দুল হাই বাবলুর পক্ষে গন জোয়ার সৃষ্টি হয়েছে। প্রতিদিনই পাড়া মহল্লায় মিছিল মিটিংয়ে স্থানীয়রা হেলিকপ্টার পতিকে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। আগামী ২১মে ওই উপজেলায় ভোট গ্রহণ করা হবে, সদর দক্ষিণের বারোপাড়া বিজয়পুর পশ্চিম জোর কানন পূর্ব জোর কানন চৌয়ার গলিয়ার উত্তর গলিয়ারা দক্ষিণ এই সাতটি ইউনিয়নে সবকটি গ্রামে এখন প্রচার প্রচারণা চলছে। মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলুর পক্ষে প্রচারণায় নেমেছে দলটির নেতাকর্মীরা ঘরে ঘরে ভোট প্রার্থনা করছেন। সদর দক্ষিণের সীমান্তবর্তী এলাকায় বাসিন্দা সুবেদ আলী বলেন, প্রতিভা নির্বাচন আসলে সবাই শুধু প্রতিস্থিতি দেয়। এবার আমরা জেনেশুনে বুঝে ভোট দেবো। উনি আরো বলেন আমরা বাবলুকে চিনি সামাজিক সব কাজে বাবলুকে পেয়েছি। চৌয়ারা এলাকার বাসিন্দা নূরে আলম বলেন আওয়ামী লীগ একটি পরিবারের কাছে জিম্মি থাকতে পারে না। আমরা এবার পরিবর্তন চাই। বাবলু আমাদের প্রতিনিধি হইক, বিজয়পুর এলাকার বাসিন্দা আবুল খায়ের বলেন জমি মাটি লালমাই পাহাড়ের মাটি রক্ষা করতে হলে বাবলুর বিকল্প নাই, আমাদের পাহাড় টা শেষ করে দিচ্ছে। তারা আবারও নির্বাচন করতে চায় আমরা মাটি খেকো কাউকে এবার পরিবর্তন হবেই। সদর দক্ষিণ উপজেলার প্রত্যন্ত গ্রামে আবার পরিবর্তনের আবাস পাওয়া যাচ্ছে। নতুন মুখ কেউ আসুক আব্দুল হাই বাবলুর জন্য করা হচ্ছে বলে জানান উপজেলা সাধারণ ভোটারগন।আব্দুল হাই বাবলু নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন,দিচ্ছেন পরিবর্তনের প্রতিশ্রুতি। আব্দুল হাই আমাকে রাজনৈতিকভাবে তৈরি করেছেন সদর আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক,ম আর উদ্দিন বাহার। আমি যখন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়েছি বাহার ভাইয়ের নির্দেশে সংগঠনের কাজে নিয়োজিত রাখি। আমি মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হয়েছি তিনবারের ভাইস চেয়ারম্যান হয়েছি। প্রতিটি কাজে নেতা নির্দেশনা করেছি। বাহার ভাই একজন জনবান্ধব নেতা তিনি বলেছেন সদর দক্ষিণের মানুষের সব সমস্যা সমাধানের কাজ করতে। আমি নির্বাচিত হলে অগ্রধিকার ভিত্তিতে আছে তা সমাধান করবো।আমি শুধু প্রতিশ্রুতি দেব না সুভায়ন করব ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *