bdnews24 2024 04 c93a8b9a c1cc 4b21 a19e 308640ca4bf6 zinat 230424 01

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়ে গেল নেলসন ম্যান্ডেলা কাপ আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতা। সেখানে গতকাল ৫০ কেজি ওজন গ্রুপের ফাইনালে ইথিওপিয়ার বক্সারকে হারিয়ে সোনা জয় করেছেন মেয়ে বক্সার জিনাত ফেরদৌস। জিনাত আমেরিকায় বসবাসকারী একজন বাঙালী।

বিভিন্ন দেশের ২৭ জন প্রতিযোগীর মধ্যে চার জনকে হারানোর পর সেরার লড়াইয়ে বাজিমাত করেছেন জিনাত ফেরদৌস। ফাইনালে ইথিওপিয়ান বক্সারকে হারিয়ে এলিট ৪৮ থেকে ৫০ কেজি লাইট ফ্লাইওয়েট ক্যাটাগরিতে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই বক্সার।

দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলা আফ্রিকান বক্সিং কাপের ফাইনালে গাইজা বেথেলহেম গেজাহেনকে হারান জিনাত। ফাইনালে জিনাত পাঁচ বিচারকের মধ্যে চার জনের থেকে ১০-এর মধ্যে ১০ পয়েন্ট পান, অন্যজনের কাছ থেকে পান ৯ পয়েন্ট।

ইথিওপিয়াকে হারিয়ে বাংলাদেশের মেয়ের সোনা জয়
(ছবি: সংগৃহীত)

জানা যায় আগামী মাসে থাইল্যান্ডে হতে যাওয়া প্যারিস অলিম্পিকসের বাছাইয়ে অংশ নেবেন জিনাত। বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন জানান যে জিনাতকে নিয়ে থাইল্যান্ডের বাছাইয়ে ভালো কিছুর আশাই করছেন তারা।

“আগামী মাসের ২১ তারিখে জিনাত থাইল্যান্ডে যাবে, সেখানে ২৫ তারিখ থেকে অলিম্পিকে কোয়ালিফাইয়ের টুর্নামেন্ট হবে। এখানে সেরা চারের মধ্যে থাকতে পারলে সুযোগ থাকবে খেলার। এছাড়া সেলিম হোসেনও যদি ওয়াইল্ড কার্ড পেয়ে যায় তাহলে তো ভালো।”

জিনাতের বাবা-মায়ের বাড়ি ঢাকার শ্যামলী। বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে হলেও পিতৃভূমির প্রতি আলাদা টান এই বক্সারের মধ্যে দেখতে পান মাজহারুল।

তিনি বলেন, “ও দেশের প্রতি যথেষ্ট আন্তরিক। আমি অনেক প্রবাসী খেলোয়াড় দেখেছি, কিন্তু ওর মধ্যে দেশের প্রতি ভালোবাসা অন্যরকম। খুব কম খেলোয়াড়ের মধ্যে এটা দেখেছি আমি।”

গত এশিয়ান গেমসেও লাল-সবুজ পতাকা জড়িয়ে রিংয়ে উঠেছিলেন জিনাত। সেবার সে ‘বাই’ পেয়ে প্রথম রাউন্ড পেরুলেও দ্বিতীয় রাউন্ডে হেরে গিয়েছিলেন মঙ্গোলিয়ার প্রতিযোগীর বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *