যাত্রাবাড়ী প্রতিনিধি : যাত্রাবাড়ীতে দীপ্ত টিভির সাংবাদিকের উপর হামলার ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। ওই হামলার শিকার সাংবাদিকের নাম সোহাগ আহমেদ। তিনি দীপ্ত টিভিতে সিটি রিপোর্টার হিসাবে কাজ করছেন। এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা নং ৬৯। পুলিশ সুত্রে জানা গেছে, আটককৃতরা হলেন- সানি ও মোঃ আবুল।
ঘটনায় জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সাংবাদিক সোহাগ দায়িত্ব পালন করা কালীন সময়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় পৌঁছালে উল্টোদিক থেকে আসা একটা লেগুনা গাড়ীর ধাক্কায় তিনি বাইক থেকে ছিটকে পরে যান। তিনি উঠে লেগুনাটিকে আটক করতে গেলে আটককৃত দু’জসহ আরো ৭/৮ জন মিলে তাকে বাঁধা দেয়। এক পর্যায়ে সানি, মোঃ আবুল এবং অন্যন্যরা মিলে তার উপর উপর্যুপরি হামলা করে তাকে আহত করে।
ওই ঘটনার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি ক্লিনিকে চিকিৎসা দিয়ে সুস্থ করে। অতঃপর এ ঘটনাকে কেন্দ্র করে তিনি যাত্রাবাড়ী থানায় সানি ও আবুলসহ অজ্ঞাত ৭/৮ কে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের পরিপেক্ষিতে রাত নয়টার দিকে অভিযুক্ত সানি ও আবুলকে আটক করে পুলিশ।