ট্রাম্প ঘুষের মামলায় আদালত কক্ষে ছিলেন আর বাইরে যুবক নিজের গায়ে আগুন দিলেন!(ছবি: সংগৃহীত)

যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন : নিউইয়র্কের ম্যানহাটন আদালত কক্ষে যখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচারকার্য চলছিল ঠিক তখনই আদালতের বাইরে নিজেই নিজের গায়ে আগুন ধরিয়ে দিলেন জনৈক যুবক, যার ভিডিওটি ইতিমধ্যেই যোগাযোগ মাধ্যমে ভাইরাল…

গত ১৯ এপ্রিল, রোজ শুক্রবার স্থানীয় সময় বিকেলের দিকে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ট্রাম্পের ঘুষ দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলার শুনানি চলছিল আর এমন সময় হঠাৎ বাইরে আগুন…

বিবিসি জানায়, নিজ গায়ে যুবকের আগুন দেওয়ার ঘটনার সময় আদালতের বাইরে ব্যাপক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। তারা দ্রুত পার্কে ছুটে গিয়ে অগ্নি নির্বাপক যন্ত্র আনে ও আগুন নেভানোর পর ওই ব্যক্তিকে স্ট্রেচারে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, অগ্নিদগ্ধ যুবকটি এখনও আঙ্কাজনক অবস্থায় হাসপাতালের বার্ন ইউনিটে আছেন। প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তির নাম ম্যাক্সওয়েল অ্যাজারেলো (৩৭)। সে পরিবার নিয়ে ফ্লোরিডায় থাকেন। সে গত সপ্তাহখানেক আগেই প্রথম নিউইয়র্ক যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিজের শরীরে প্রথমে তরল দাহ্য পদার্থ ঢেলে দেন আজারেল্লো এবং তারপর ঘটনাস্থলে উপস্থিত থাকা সাংবাদিকদের সামনে তিনি তার গায়ে আগুন ধরিয়ে দেন। তবে তার এহেনো কাজের কারণ এখনও জানা যায়নি।

ট্রাম্প ঘুষের মামলায় আদালত কক্ষে ছিলেন আর বাইরে যুবক নিজের গায়ে আগুন দিলেন!
(ছবি: সংগৃহীত)

এদিকে ওই ঘটনার কথা জানার সাথে সাথেই চলমান শুনানি স্থগিত ঘোষণা করে পরে ফের শুনানি শুরু হবে বলে ঘোষণা করেন মহামান্য আদালত, এমতাবস্থায় আদালত ছেড়ে বেরিয়ে যান ট্রাম্পও।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোথাও কোন অশান্তি সৃষ্টি হয়নি বলে জানা গেছে।

উল্লেখ্য অভিযোগে বলা হয়েছে, তার সঙ্গে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খোলার শর্তে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে প্রায় এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন।

উক্ত ঘুষ প্রদানের ঘটনায় ট্রাম্প দোষী না নির্দোষ -সেটাই আগামী কয়েক সপ্তাহে বিচার বিশ্লেষণ করে দেখবে ১২ সদস্যের জুরি। সুত্র জানায়, আগামী সোমবারেই প্রাথমিক আইনি যুক্তিতর্ক শুনতে পারে আদালত।

একটি কথা বিশেষভাবে উল্লেখযোগ্য যে আমেরিকার ইতিহাসে ডোলান্ট ট্রাম্পই প্রথম কোনো প্রেসিডেন্ট (সাবেক) যিনি ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হয়েছেন। এবারের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের মধ্যেই এ মামলায় বিচারকার্য চলবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *