IMG 20240420 WA0001

নিজস্ব প্রতিবেদক :কুমিল্লায় মাত্র ৫ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে তিন ধর্ষকের হাতে তুলে দিয়েছেন এক স্বামী। অভিযোগে বলা হয়েছে এরপরে ওই নারীকে গভীর নলকূপের ঘরে নিয়ে ধর্ষণ করে তিনজন।

গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) সকালে ভুক্তভোগী নারী থানায় এসে অভিযোগ জানালে ৩ ধর্ষককে আটক করে বরুড়া থানা পুলিশ। আটকৃতরা হলো উপজেলার শাকপুর এলাকার মাদক কারবারি নূরু, মনির এবং মহিন। স্থানীয়রা জানান, শাকপুর এলাকার তাজুল ইসলামের ছেলে আবুল খায়ের একজন মাদকাসক্ত। গত বুধবার মাদক সেবনের টাকা না থাকায় নিজস্ত্রীকে একই এলাকার মাদক কারবারি নূরু, মনির ও মাহিনের কাছে মাত্র ৫ হাজার টাকায় বন্ধক রেখে মাদকের টাকা জোগাড় করেন স্বামী আবুল খায়ের। পরে বন্ধক নিয়ে ওই নারীকে ফসলি জমির গভীর নলকূপের ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন নূরু, মনির ও মাহিন। এরপর ভুক্তভোগী নারী তার বাবার বাড়ি এলাকা মুরাদনগর চলে যান। পরে শুক্রবার সে তার পরিবারের লোকজন নিয়ে বরুড়া থানায় এসে অভিযোগ জানালে থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

এবিষয়ে ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ৩জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আদালতে তোলার প্রক্রিয়া চলছে।”

এদিকে ভিন্ন সুত্রের বরাত দিয়ে জানা যায়, অভিযুক্ত স্বামী ও ধর্ষক সহ মোট ৪ জনকেই পরবর্তীতে আটক করতে সক্ষম হয়েছে থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *