◑ দুধে: ফরমালিন।
◑ গরুর দুধ বাড়াতে: পিটুটারী গ্লান্ড ইন সক্রিয়।
◑ মাছে: ফরমালিন।
◑ শাকসবজি টাটাকা রাখতে: সালফেট।
◑ আম, লিচু জাম পাকাতে: কারবাইড।
◑ আম, লিচু, জাম সংরক্ষণে: ফরমালিন।
◑ ফল গাছে ফলই: মোহ ও কীটনাশক।
◑ তরমুজে সিরিঞ্জ দেয়: পাটাশিয়াম পার ম্যাঙ্গানেট।
◑ কলা পাকানো হয়: ক্যালসিয়াম কারাইড।
◑ কফি পাউডারে: তেঁতুলের বিচির গুড়া।
◑ মসলায়: ইটের গুড়া।
◑ হলুদে: লেড ক্রোমেট/ লেড আয়োডাইড।
◑ মুড়িকে ধবধবে সাদা ও বড় করতে: হাইড্রোজ ও ইউরিয়া।
◑ দীর্ঘক্ষন মচমচেনা ধরে জিলিপি, চাচুরে: পোড়া মবিল।
◑ আকর্ষণীয় করতে আইসক্রিম, বিস্কুট, সেমাই, নুলস ও তথ্য: কাপড় ও নিয়ন্ত্রণে রং।
◑ ফলে রস তৈরি করা: ক্যামিকেলস দিয়ে।
◑ বিদেশী শক্তিবৃদ্ধি খাদ্য/ঔষধ/ক্যামিকেলস: নতুন চাইর স্টিকার লাগিয়ে।
◑ চালক চালক করতে: ইউরিয়া।
◑ পিয়াজু, জিলাপিতে: এমোনিয়া।
◑ পানি-২০ লিটার (২ টাকা গ্লাস) সবই অটোমেশিনে হাতে নেই ঢালা। পারক্সাইড দিয়ে নামমাত্র পানিতে ধুয়া হয়।
◑ ফলে হরমোন প্রয়োগ করা হয়।
◑ সবুজ ফল ও শাকশব্জিতে কাপড়ের সবুজ রঙ ব্যাবহার হয়, সেও তাই।
◑ খামারের মুরগি বিশাক্ত ক্রোম, লেড আর এন্টিবায়োটিক তো আছেই, চাষের মাছেও তাই।
◑ জুস, লাচ তো উচ্চার প্রিজারভেটিভ।
◑ রুহ আফজাহ আর হরলিক্স প্রমানে অপারগ যে বাস্তব কল্যাণকর কিছু আছে।
◑ মসল্লায় প্রকাশ রঙ (মেটালিক অক্সাইড)।
◑ সরিষার তেলে ঝাঁজালো ক্যামিকেল।
◑ সায়াবিনে পামওয়েল।
◑ শুটকিতে কিটনক।
◑ কসমেটিক্সে ক্যান্সারের উপাদান লেড, মারকারি ও ডাই।
কি খাবেন? কিভাবে খাবেন? বিভিন্নভাবে! অন্যকেও ভাবতে দিন। বাংলার আরো অনেক স্বপ্ন আছে যা আমরা জানি না। আমরা এক রাত ধ্রুব হতে চাই এই জাতিকে চৌকা করার জন্য। পথ আমরা পারা চক্র এই চক্রকে প্রতিহত করি। জাতিকে চটির হাত থেকে বাঁচাই…!
(সংগৃহীত)
#বাস্তবতা