বিশেষ প্রতিবেদন : শাহজাহানপুর থানায় লাগাতার ৭/৮ বছর থেকে পুরো এলাকাটিতে ত্রাস সৃষ্টি করে, অগণিত ভুয়া মামলা দায়ের আর কোটি কোটি টাকার ঘুষ বাণিজ্য করে কুখ্যাত এএসআই মামুন বদলি হয়ে পার্শ্ববর্তী খিলগাঁও থানায় গিয়ে আবারও দুই আড়াই মাস যেতে না যেতেই তার শক্তিশালী ও লম্বা অদৃশ্য হাতের কারিশমায় পুনরায় ফিরে আসে শাহজাহানপুর থানায় এবং এসেই সে শুরু করে পুরোনো কায়-কারবার! তবে বর্তমান ওসি সাহেব অত্যন্ত ভালো মানুষ বলে মামুনের ধান্দা আর আগের মতো চলে না বলে জানা যায়।
তথ্য মতে, গতকাল এএসআই মামুন নিজস্ব সোর্সের কাছ থেকে খবর পেয়ে সঙ্গীয় পুলিশ নিয়ে আলমগীর ও তার সহযোগীদের ১২০ পিস ইয়াবা সহ আটক করে থানায় নিয়ে যায় লকাপ করে এবং ১ লাখ ৩০ হাজার টাকা উৎকোচ গ্রহনের পর ছেড়েও দেয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, “এই সুযোগটা সে পেয়েছে ওসি সাহেব থানায় নাই বলে পেয়েছে। ওসি সাহেব তার বাবা না কে যেনো মারা গেছেন তাই তিনি ছুটিতে গেছেন আর এই সুযোগেই মামুন কামটা করে ফেলেছে।” তারা জানান,”চোখের সামনে দিয়ে ধরে নিয়ে গেলো দেখলাম, আবার দেখি ঘরের ছেলে ঘরেই!” এক নারী জানান, আলমগীরকে দেখলাম লকাপে, তারপর দরকষাকষি এবং এক লাখ ত্রিশ হাজার টাকায় ফিট।”